হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল ব্যক্তিত্ব হলেন পূজা দাদলানি। পেশায় তিনি শাহরুখ খানের ম্যানেজার। কিং খানের সিনেমা, তাঁর প্রোডাকশন হাউজ রেড চিলিজের সব কাজ পরিচালনা করেন তিনি। আইপিএল দল লকাতা নাইট রাইডার্সের কাজও তাঁর দায়িত্বে। সর্বক্ষণের সঙ্গী তিনি বাদশার। একাধিক রিপোর্ট অনুসারে, বছরে ৭ কোটির কাছাকাছি রোজগার করেন পূজা। জানেন কি, শাহরুখ খানের আগে কোন তারকার ম্যানেজার হিসেবে কাজকরেচেন তিনি?
ফারাহ খান একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, এসআরকে-এর আগে দীপিকা পাড়ুকোনকে পরিচালনা করেতেন পূজা। তিনি ২০০৮ সালে লিস্তা জুয়েলসের পরিচালক হিতেশ গুরনানিকে বিয়ে করেছেন। তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে দিয়া মির্জার দ্বিতীয় স্বামী বৈভব রেখির।
আরও পড়ুন: ‘ভালো বাবা কখনোই…’! বিস্ফোরক স্নেহাশিসের ১ম স্ত্রী, কী লিখলেন সৌরভের পুরনো বউদি
২০২১ সালের একটি রিপোর্ট অনুসারে বছরে ৭-৯ কোটি রোজগার করেন পূজা। অনেকেরই জানা নেই, শাহরুখ আর তাঁর ম্যানেজার পূজার জন্মদিন একই তারিখে। একসঙ্গেই জন্মদিন পালন করেন তাঁরা। খান পরিবারের ঘরের সদস্য হয়ে উঠেছেন তিনি।
ওম শান্তি ওমের সময় পূজা ম্যানেজার ছিলেন দীপিকার। এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন বলি নায়িকা। যেটি পরিচালনা করেন ফারহা খান. আর দীপিকার বিপরীতে ছিলেন শাহরুখ খান।
আরও পড়ুন: কম্বলের তলায় সত্যিই কি আরমান-কৃতিকার যৌনতা! বিতর্ক বাড়তে মুখ খুলল জিও সিনেমা
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাত্কারের সময়, ফারাহকে 'ওম শান্তি ওম'-এর সেট থেকে একটি থ্রোব্যাক ছবি দেখানো হয়েছিল। এটি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ করেছিলেন, ‘জা দাদলানিকে দেখছেন পিছনে। তিনি তখন দীপিকার ম্যানেজার ছিলেন।’ ২০১২ সালে পূজা কাজ করা শুরু করেন শাহরুখ খানের সঙ্গে।
আরও পড়ুন: মা শ্লোকার চাদর নিয়ে এক ছুট! আম্বানির নাতি পৃথ্বীর দুষ্টুমির ভিডিয়ো ফের ভাইরাল
তবে দীপিকার চাকরি ছাড়লেও, পূজার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। ২০২৩ সালের জাওয়ান মুক্তির সময় এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছিল, বেশরম রং গানের শ্যুট করার সময় হঠাৎই কিং খানের মাথায় আসে, দীপিকাকে দিয়ে করাবেন জওয়ান ছবিতে মায়ের চরিত্র। তবে নিজে গিয়ে সেকথা বলার সাহস পাননি। তাই প্রথমে তিনি পূজাকে বলেন। আর পূজার কথা শুনে একবারে রাজি হয়ে যান দীপিকা।
পূজার পর দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেছেন করিশ্মা প্রকাশ। তবে এই মুহূর্তে কে দীপিকার ম্যানেজার, তা জানা যায়নি। আপাতত প্রথম সন্তান আসার অপেক্ষায় রয়েছেন রণবীর সিং-ঘরণী। তাঁর হাতে সিংঘম এগেইন, হলিউড ছবি দ্য ইন্টার্ন সিনেমার হিন্দি রিমেক রয়েছে। শেষ দেখা গিয়েছে কল্কি ২৮৯৮ এডি-তে।