বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রভাসের 'রাধে শ্যাম' নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ছবি চলে নিজের ভাগ্যে! বলছেন পূজা

প্রভাসের 'রাধে শ্যাম' নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, ছবি চলে নিজের ভাগ্যে! বলছেন পূজা

'রাধে শ্যাম' ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। (ছবি সৌজন্যে - টুইটার)

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবি 'রাধে শ্যাম'। ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে।

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত ছবি 'রাধে শ্যাম'। ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, বক্স অফিসে কিন্তু বেশ ভালোই ব্যবসা করছে প্রভাসের এই ছবি।উল্লেখ্য, হিন্দি ছাড়াও এই ছবি মুক্তি পেয়েছে ইংরেজি, তামিল, তেলুগু এবং আরও নানা ভাষায়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে 'রাধে শ্যাম' নিয়ে মুখ খুলেছেন পূজা। কোনও ভণিতা না করেই তিনি বলেছেন, 'প্রতিটি ছবিই তার নিজের ভাগ্য নিয়ে আসে।সেই অনুযায়ী তা গৃহীত হয়।'

পিঙ্কভিলা-কে দেওয়া সেই সাক্ষাৎকারে পূজা বলেছেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি ছবিরই নিজস্ব ভাগ্য বলে কিছু থাকে। ধরুন, অনেক সময় এমন হয় যে কোনও ছবি দেখে আপনার মনে হল তা খুবই সাধারণ মানের অথচ বক্স অফিসে সেই ছবি তুলকালাম শুরু করে দিয়েছে। তেমনই আবার কোনও ছবি দেখে আপনার মন ভরে গেল কিন্তু দেখলেন সেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। তাই আমার মনে হয়, বক্স অফিসে কোন ছবি চলবে কি চলবে না, তা ওই ছবির ভাগ্যের উপর নির্ভর করে।'

তবে 'রাধে শ্যাম'-এ তাঁর অভিনীত চরিত্র 'প্রেরণা' নিয়ে দর্শক যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে বেশ খুশি পূজা। নিজেই বললেন, 'বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ আমার কাছে। দর্শকের যে মনে হয়েছে আকর্ষণীয় হওয়া ছাড়াও অভিনয়টাও পারে পূজা, এটাই স্বস্তির। ছবিতে আমার অভিনয় নিয়ে দর্শকদের প্রশংসাও কানে এসেছে আমার। সিনেমা হল থেকে বেরিয়েও আমার অভিনীত চরিত্রটি নিয়ে যে তাঁরা আলোচনা করছেন, তা ভেবে বেশ লাগছে। এই ছবি প্রায় চার বছর ধরে তৈরি হয়েছে। যখন নিজের সর্বস্ব দিয়ে চার বছর ধরে কোনও ছবি আপনি তৈরি করেন এবং দর্শক তা গ্রহণ করেন, বিশ্বাস করুন এককথায় দারুণ সেই অনুভূতি।'

প্রসঙ্গত, তামিল ছবি 'মুগামুদি'-র মাধ্যমে বড়পর্দায় পা রাখলেও আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় 'মহেঞ্জো দারো' ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয়ের সুবাদেই রাতারাতি লাইমলাইটে চলে আসেন পূজা। এই মুহূর্তে পূজার হাতে রয়েছে রোহিত শেট্টির 'সার্কাস' ছবিটি। পূজা ছাড়াও সেই ছবিতে রয়েছেন রণবীর সিং এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

বন্ধ করুন