অভিনেত্রী পুনম ধিলোঁ প্রায় চার দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রির অংশ। বলিউডের প্রথম সারির প্রায় প্রত্যেক অভিনেতার সঙ্গেই কাজ করেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী সলমন খানের সৌন্দর্য, তাঁর তারকাখ্যাতি, সংযুক্ত দত্ত এবং সুনীল দত্তের মতো বিখ্যাত অভিনেতাদের সম্পর্কে কথা বলেছেন। কী বললেন তিনি?
১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিশূল’ ছবিতে কুসুম চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন তিনি। পরবর্তীতে জ্যাকি শ্রফের সাথে ‘তেরি মেহেরবানিয়া’, সানি দেওলের সঙ্গে ‘সোনি মহিওয়াল’ ছবিতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন যে তিনি একবার সুনীল দত্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সুনীল দত্তের সঙ্গে কাজ
‘লাইলা’ ছবিতে সুনীল দত্তের মেয়ের চরিত্রে অভিনয় করার সময় অভিনেত্রী সুনীলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি সুনীল দত্তকে বলেছিলেন, ‘যদি আপনার বয়স একটু কম হত, তাহলে আমি আপনাকে বিয়ে করতাম।' তবে বিয়ে না হলেও তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু ছিলেন।
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
অভিনেত্রী রেখার সঙ্গে তাঁর গড়ে ওঠা বিশেষ সম্পর্ক নিয়েও কথা বলেন। ‘স্ট্রিট সিঙ্গার’ ছবির শ্যুটিংয়ের সময় পদ্মিনীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাঁরা যে বন্ধু হয়ে ওঠেন, সে কথাও জানান তিনি। অভিনেত্রী সংযুক্ত দত্তের সঙ্গেও কাজ করেছিলেন। সংযুক্ত দত্ত নিয়ে পুনম জানিয়েছেন যে, তিনি এতটাই সুন্দর দেখতে ছিলেন যে তিনি যেখানে যেতেন, সেখানেই তাঁর পিছু পিছু মানুষ যেত।
আরও পড়ুন: সেন্সর বোর্ড থেকে কিছু দৃশ্য করা হল অস্পষ্ট, কিছু আওয়াজ মিউট, কী এমন ছিল সলমন খানের ‘সিকন্দর’-এ?
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
পুনম সলমন খান সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, তিনি ভাবতেও পারেননি যে সলমন দেশের এত বড় সুপারস্টার হবে। একসময় অভিনেত্রীর কাছে তিনি ছিলেন শুধুমাত্র একজন তরুণ অভিনেতা যাকে তিনি সেলিম-জাভেদের বাড়িতে দেখতেন তিনি, কিন্তু সেই ছেলে যে দেশের অন্যতম বড় তারকা হবেন, তা তিনি ভাবতেই পারেননি।
পুনম সলমন সম্পর্কে বলেন, ‘ও আমার থেকে কয়েক বছরের ছোট। তবে আমার কোনওদিন মনে হয়নি যে ও এত বড় তারকা হবে। কিন্তু এটা ঠিক যে ওকে দেখতে খুব সুন্দর ছিল।’ ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমা যখন মুক্তি পায়, তখন পুনমের বিয়ে হয়ে গিয়েছিল। স্বামীর সঙ্গে যখনই তিনি সেলিম-জাভেদের বাড়িতে যেতেন, তখনই ভাইজানকে দেখেছিলেন তিনি, তাঁর প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন পুনম।