বাংলা নিউজ > বায়োস্কোপ > Lock Upp: বহুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন পুনম বরের অত্যাচারে, ‘আমাকে কুকুরের মতো মারত’

Lock Upp: বহুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন পুনম বরের অত্যাচারে, ‘আমাকে কুকুরের মতো মারত’

পুনম পাণ্ডে।

‘লক আপ’-এ নিজের বিষাক্ত বিবাহিত জীবন নিয়ে কথা বলতে শোনা যায় পুনমকে। 

কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ রিয়েলিটি শো-তে বর্তমানে দেখা মিলছে বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। নগ্নতার অভিযোগ উঠেছে তাঁর উপর বহুবার। এমনকী, পর্ন ছবিতে তিনি অভিনয় করেছেন বলেও মত কারও কারও। এদিকে গত বছর নিজের স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শরীরিক নির্যাতন, মারধরের অভিযোগ আনে পুনম। মাথায় চোট নিয়ে ভর্তি হন হাসপাতালে। কারাবাস হয় পরিচালক-প্রযোজক স্যামের।

‘লক আপ’-এ নিজের সাথে স্যামের সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায় পুনমকে। বলতে শোনা যায়, ‘এই জেল, এই খাবার, এই ঘুম আমার কাছে বিলাসিতা। আমার জীবনের ওই চার বছরে আমি ঘুমোতে পারিনি। বহুদিন খেতে পাইনি, তাই আমার বড়াপাও খাওয়ার ইচ্ছে হয়। আমাকে মারধর করা হত। আমাকে আমার ঘরে বন্দি করে রাখা হত। আমার ফোন ভেঙে দেওয়া হত। যাতে আমি কাউকে ফোন করতে না পারি। আর তখন মনে হত আমার উচিত নিজেকে মেরে ফেলা।’

পুনম এর আগেও জানিয়েছিলেন স্যামের মার খেয়ে তাঁর ব্রেন হ্যামারেজ পর্যন্ত হয়েছিল। এদিন কথা প্রসঙ্গে বলেন, ‘বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত আমায় যে আমার মনে হয় আমার কোনও ক্ষমতাই নেই।’

কঙ্গনা রানাওয়াতের ‘লক আপ’ রিয়েলিটি শো-তে বর্তমানে দেখা মিলছে বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। নগ্নতার অভিযোগ উঠেছে তাঁর উপর বহুবার। এমনকী, পর্ন ছবিতে তিনি অভিনয় করেছেন বলেও মত কারও কারও। এদিকে গত বছর নিজের স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শরীরিক নির্যাতন, মারধরের অভিযোগ আনে পুনম। মাথায় চোট নিয়ে ভর্তি হন হাসপাতালে। কারাবাস হয় পরিচালক-প্রযোজক স্যামের।

‘লক আপ’-এ নিজের সাথে স্যামের সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায় পুনমকে। বলতে শোনা যায়, ‘এই জেল, এই খাবার, এই ঘুম আমার কাছে বিলাসিতা। আমার জীবনের ওই চার বছরে আমি ঘুমোতে পারিনি। বহুদিন খেতে পাইনি, তাই আমার বড়াপাও খাওয়ার ইচ্ছে হয়। আমাকে মারধর করা হত। আমাকে আমার ঘরে বন্দি করে রাখা হত। আমার ফোন ভেঙে দেওয়া হত। যাতে আমি কাউকে ফোন করতে না পারি। আর তখন মনে হত আমার উচিত নিজেকে মেরে ফেলা।’

পুনম এর আগেও জানিয়েছিলেন স্যামের মার খেয়ে তাঁর ব্রেন হ্যামারেজ পর্যন্ত হয়েছিল। এদিন কথা প্রসঙ্গে বলেন, ‘বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত আমায় যে আমার মনে হয় আমার কোনও ক্ষমতাই নেই।’|#+|

পুনমকে বলতে শোনা যায় কীভাবে হাসপাতাল থেকে তাঁর রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়ে, আর সবাই সেই ছবি দেখে বলতে থাকে তাঁর সাথে এমনটাই হওয়া উচিত। তাঁর মার খাওয়া নিয়ে মজার মজার কমেন্ট করতে থাকে। পুনম বলেন, ‘আমি যে বেঁচে আছি, আপনাদের সাথে বসে আছি, এটাই আমার জন্য অনেক। তবে আমি খুশি যে আমি এসবের থেকে বেরিয়ে আসতে পেরেছি।’

সঙ্গে যেসব মহিলা ও পুরুষ গার্হস্থ্য হিংসের শিকার তাঁদের উদ্দেশেও পুনম বলেন, ‘আপনারাও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নিজের উপর ভরসা রেখে বের হন। জীবন অনেক মূল্যবান। সেঠাকে দয়া করে সম্মান দিন।’

বন্ধ করুন