সোনাক্ষী সিনহা সম্প্রতি তাঁর স্বামী জাহির ইকবাল, তাঁর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর মা পুনম সিনহার সঙ্গে কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- তে গিয়েছিলেন। সেখানে নতুন জামাই সম্পর্কে সোনাক্ষীর মা এমন কিছু বলেছিলেন যা অত্যন্ত খারাপ লেগেছে বহু দর্শকের।
শোয়ে পুনম জানান, তিনি বিশ্বাস করেন এমন কাউকে বিয়ে করা উচিত নয় যাকে আপনি বেশি ভালোবাসবেন, যে আপনাকে বেশি ভালোবাসে তাঁকে বিয়ে করা উচিত। এই কথাই বলেই তিনি সোনাক্ষীর বিবাহির জীবন নিয়ে মন্তব্য করে জানান, তাঁর মেয়েও এমন একজনকে বিয়ে করেছেন যাকে তাঁর মেয়ে বেশি ভালোবাসে।
এই প্রসঙ্গে পুনম বলেন, ‘আমার মা বলেছিল যে তোমার সবসময় তাঁকেই বিয়ে করা উচিত যে তোমাকে বেশি ভালোবাসবে। আমি তা করেওছি। কিন্তু আমার মেয়ে কি করল? সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাঁকে বিয়ে করল।’
পুনম সকলের সামনে এই মন্তব্য করার পর সোনাক্ষী ভালো ভাবে বিষয়টি হ্যান্ডেল করে নিয়েছেন। তিনি বলেন, ‘আসলে বাইরে থেকে দেখলে বোঝা যায় না। জাহির আমাকে খুবই ভালবাসে, অনেক সময় তো মনে হয় ওই আমাকে বেশি ভালোবাসে। আবার আমি বিশ্বাস করি যে আমি ওঁকে বেশি ভালোবাসি। এখন কে এই বিষয়টির সমাধান করবে?’
তাঁদের এই ভিডিয়ো ক্লিপটি রেডডিটে ভাইরাল হয়েছে। আর রেডডিট ব্যবহারকারীরা পুনমের বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সোনাক্ষীকে সমর্থন করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, ‘হে ভগবান, পুনম যা বললেন খুব খারাপ শোনালো কথাটা।’
আরও পড়ুন: জাতপাত তুলে ‘কটাক্ষ’ করেন রাজ কাপুর? এতদিন পর মুখ খুললেন জারিনা ওয়াহাব
আরেকজন লিখেছেন, ‘সোনা এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। দেখে বোঝাও যাচ্ছে যে এই কথায় ওঁরও খারাপ লেগেছে।’
আর একজন মন্তব্য করেন, ‘সোনাক্ষী যেভাবে এই বিষয়টি হ্যান্ডেল করেছেন তা প্রশংসার দাবি রাখে। কিন্তু ওঁর মায়ের করা মন্তব্যের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’
প্রসঙ্গত, সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল চলতি বছরের ২৩ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। গাঁটছড়া বাঁধার আগে এই দম্পতি সাত বছর ধরে ডেটিং করেছিলেন। জাহির ইকবাল মুসলিম এবং সোনাক্ষী হিন্দু, তার উপর জাহিরের থেকে বয়সে বড় সোনাক্ষী, সবটা নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বি-টাউনের এই নব-দম্পতিকে।