বাংলা নিউজ > বায়োস্কোপ > ফোনে যুবতীর অশ্লীল ভিডিয়ো! ‘সেক্সটরশন’ চক্রে ফেঁসে ৮৯ হাজার খোয়ালো অভিনেতার বাবা

ফোনে যুবতীর অশ্লীল ভিডিয়ো! ‘সেক্সটরশন’ চক্রে ফেঁসে ৮৯ হাজার খোয়ালো অভিনেতার বাবা

সেক্সটরশনের ফাঁদে অভিনেতার বাবা

সেক্সটরশনের ফাঁদে পা দিলেন হিন্দি টেলিভিশন তথা সিনেমার জনপ্রিয় অভিনেতার বাবা। ভুয়ো পুলিশ সেজে তাঁর থেকে হাতিয়ে নেওয়া হল ৮৯ হাজার টাকা। 

ফের মায়ানগরীতে ‘সেক্সটরশন’-এর (Sextortion) অভিযোগ। এবার এই চক্রের শিকার এক অভিনেতার প্রৌঢ় বাবা। চলতি মাসের শুরুতে ঘটেছে এই ঘটনা। ভারসোভা পুলিশের মতে, গত ১০ই জানুয়ারি সন্ধ্যা ৭টা নাগাদ অভিনেতার বাবার ফোনে একটি যৌন লালসায় ভরপুর ফোন আসে। সেই সময় ভারসোভার বাড়িতেই ছিলেন ৭৫ বছর বয়সী প্রৌঢ়। তড়িঘড়ি ওই ফোন কেটে দেন তিনি, এরপর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি অশ্লীল ভিডিয়ো আসে তাঁর কাছে। তৎক্ষণাৎ ওই নম্বরটি ব্লক করে দেন অভিনেতার বাবা। 

এরপর ১২ জানুয়ারি অন্য একটি অজ্ঞাত নম্বর থেকে ফের ফোন আসে প্রৌঢ়ের নম্বরে। সেখানে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে পুলিশ অফিসার ঋষিলাল শুক্লা বলে পরিচয় দেন। এরপর ওই ভুয়ো পুলিশ হুমকির সুরে বলে, এক মহিলার সঙ্গে অশ্লীল আলোচনা করছিলেন তিনি, ওই মহিলা অভিযোগ জানিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে ভিডিয়ো প্রমাণ রয়েছে। এর জেরে দু-বছরের জেলের সাজা পর্যন্ত হতে পারে প্রৌঢ়র।  তিনি সম্মান হারানোর ভয়ে টাকা দিতে শুরু করেন অভিনেতার বাবা। আগামী কয়েকঘন্টায় ওই প্রতারকের দল নানান আছিলায় অভিনেতার বাবার কাছ থেকে ৮৯ হাজার টাকা ‘তোলাবাজি’  করে হাতিয়ে নেয়। ওই ভিডিয়ো ইউটিউব থেকে মুছে ফেলবার কথা বলে, পাশাপাশি ওই মহিলা নিজের অভিযোগ পুলিশের কাছ থেকে তুলে নেবে, এমনও আশ্বাসও দেওয়া হয়। 

পরের দিন নিজের ছেলে ও বৌমা'কে এই ঘটনার কথা জানান প্রৌঢ়। এরপর বাবাকে নিয়ে থানায় ছোটেন অভিনেতা। তড়িঘড়ি দায়ের করেন এফআইআর। ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ওই অজ্ঞাত পরিচয় সেক্সটরশন ব়্যকেটের বিরুদ্ধে। 

সেক্সটরশন কী?

কলকাতা পুলিশের মতে, 'ইংরেজিতে যাকে 'এক্সটরশন' অর্থাৎ জোর করে আদায় করা বলে, সোশ্যাল মিডিয়ার দৌলতে তাই এখন হয়ে দাঁড়িয়েছে 'সেক্সটরশন', অথবা যৌন প্রস্তাব দিয়ে তার ভিত্তিতে ভয় দেখিয়ে টাকা আদায়। এই নতুন ধরনের অপরাধ প্রতিরোধে প্রথম ধাপ কোনও অচেনা নম্বর বা ব্যক্তির কাছ থেকে ভিডিয়ো কল এলে তা ধরবেন না।'

সেক্সটরশন থেকে বাঁচতে সাইবার ক্রাইমের তরফে বারবার নাগরিকদের সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে, অচেনা-অজানা নম্বর থেকে ফোন এলে না তুলতে বা অপরিচিতের সঙ্গে সোশ্যালে ভাব না জমানোক অনুরোধ করছে পুলিশ, কিন্তু তাতেও বিশেষ ফল হচ্ছে কই! পাশাপাশি এই চক্রের হাতে ফাঁসলে টাকা দেওয়ার বদলে নিকটবর্তী সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগের অনুরোধ জানাচ্ছে পুলিশ। 

এই মামলায় নির্যাতনের শিকার ব্যক্তির ছেলে হিন্দি টেলিভিশনের অতি পরিচিত মুখ। ২০০০-এর শুরুর দিকে একের পর এক হিট সিরিয়াল উপহার দিয়েছেন তিনি, পরবর্তীতে বলিউড ছবিতেও অভিনয় করেছেন। 

 

বন্ধ করুন