বাংলা নিউজ > বায়োস্কোপ > Skylord death news: মর্মান্তিক! পিষে দিল ট্রাক,সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ইউটিউবার ‘স্কাইলর্ড’-এর

Skylord death news: মর্মান্তিক! পিষে দিল ট্রাক,সড়ক দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ইউটিউবার ‘স্কাইলর্ড’-এর

প্রয়াত স্কাইলর্ড

Skylord death news: মধ্যপ্রদেশ ট্যুরিজমের প্রচারে বেরিয়ে প্রাণ গেল তরুণ ইউটিউবার ‘স্কাইলর্ড’ অভ্যুদয় মিশ্রার। 

মধ্যপ্রদেশ তথা দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার তথা গেমার ‘স্কাইলর্ড’ অভ্যুদয় মিশ্রা আর নেই! সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই তরুণের। মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটি ট্যুরে ছিলেন অভ্যুদয় সেই সময়ই সোহাগপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গত রবিবার দুপুরে নর্মদাপুরম-পিপারিয়া জাতীয় সড়কে ঘটেছে দুর্ঘটনা, বাইকে ছিলেন অভ্যুদয়, একটি ট্রাক পিষে দেয় ‘স্কাইলর্ড’কে, এমনটাই জানা গিয়েছে দৈনিক ভাস্করের এক প্রতিবেদনে। মধ্যপ্রদেশ সরকার দ্বারা স্পনসর করা হয়েছিল এই বাইক ট্যুর। রাজ্যের ট্যুরিজমের প্রচারেই আয়োজন করা হয়েছিল এই সফর। গত ২১শে সেপ্টেম্বর মধ্যপ্রদেশের খাজুরাহো শহর থেকে শুরু হয়েছিল এই বিশেষ বাইক ব়্যালি।

দৈনিক ভাস্করের প্রতিবেদন থেকে জানা গিয়েছে মধাইয়ের দিকে যাচ্ছিলেন অভিমন্যু ও তাঁর সঙ্গীরা। সেই সময় পিপারিয়ার দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন ইউটিউবার। এরপর স্থানীয় হেলথ সেন্টারে চিকিৎসার পর দ্রুত নিয়ে যাওয়া হয় নর্মদাপুরমের হাসপাতালে, সেখানেই তাঁর পরিস্থিতি বিগড়ে যায়। এরপর ভোপালের বনসল হাসপাতে স্থানান্তরিত করা হয়েছিল এই তরুণ সোশ্যাল মিডিয়া স্টারকে। তবে শেষরক্ষা হয়নি। দু-দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বার পর মৃত্যুর লোকে ঢলে পড়ে সে।

দুর্ঘটনার দিনই ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছিলেন অভ্যুদয়। ক্যাপশনে লেখা- ‘মধ্যপ্রদেশ, অভূতপূর্ব ভারতের হৃদয়’। ইনস্টাগ্রামে প্রায় সাড়ে চার লক্ষ ফলোয়ার রয়েছে প্রয়াত ইউটিউবারের। অন্যদিকে ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা ১৭ লক্ষ ছুঁইছুঁই। দু-সপ্তাহ আগে ইউটিউবে নিজের শেষ গেমিং ভিডিয়ো পোস্ট করেছেন স্কাইলর্ড।

মিরর নাও-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে এমপি টুরিজম বোর্ডের এক আধিকারিক উমাকান্ত চৌধুরী অভ্যুদয়ের দুর্ঘটনার কবলে পড়া ও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইতিমধ্যেও ওই ঘাতক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ, তদন্ত চলছে। অভ্যুদয়ের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ফলোয়াররা।

 

 

বন্ধ করুন