কিছুদিন আগে একটি খবর রটে যায় যে পরীমনির বাড়িতে নাকি তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজ এসকেজিলেন। তখন অভিনেত্রী নিজেই জানান যে রাজ নাকি তাঁদের ছেলে পূণ্যর সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই সময় তিনি নিজেই তাঁকে রান্না করে খাইয়েছেন বলেও দাবি করেন। এবার একেবারেই উল্টো কথা বললেন। জানালেন এমন কিছুই ঘটেনি।
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনস্থা করার ঘটনায় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
আরও পড়ুন: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সঙ্গে বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে আনলেন নাতাশা?
শরিফুল রাজকে নিয়ে কী লিখলেন পরীমনি?
এদিন ফেসবুকের পাতায় পরীমনি এই গোটা ঘটনা নিয়ে লিখলেন, 'যাকে আমার বাসার দারোয়ানই দরজায় অনুমতি দেয় না, সে স্বপ্নে আমার রান্না খায়।'
তিনি এই পোস্ট করার পর এক ব্যক্তি জানতে চান যে তাহলে তাঁর রান্না করা খাবার সেদিন কে খেয়েছেন? উত্তরে অভিনেত্রী বলেন, 'আছে এক টোকাই। তার বিয়ার খবরের চাপ ঢাকল আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!' তবে যতই তিনি এদিন এই কথা লেখেন না কেন কিছুদিন আগে তিনি নিজেই জানিয়েছিলেন, রাজ আসায় তিনি নিজেই রান্না করেছিলেন। তাঁরা সকলে একসঙ্গে খাওয়া দাওয়াও করেছিলেন। শুধুই কি তাই তখন পরীমনি এও জানান যে আগে যে পূণ্য বাবা ছাড়া কিছু চিনতো না সেও এই এক বছরে বাবাকে চিনতে পারেনি।
সম্প্রতি বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'সে একটি কারণে বাড়িতে এসেছিল। আমার বাড়িতে তাঁর ঢোকা বারণ ছিল। বিচ্ছেদের পর আমাদের দেখা হয়নি। দেখা করতেও চাইনি। কিন্তু কিছুদিন আগে এসেছিল। ওর কিছু জিনিস, কাগজপত্র ছিল আমার বাড়িতে। গুছিয়ে রেখেছিলাম। ওগুলোই নিয়ে গেছে। বাড়ি এলে তো আর বের করে দিতে পারি না।'
আরও পড়ুন: ‘অতি উত্তম’কে টক্কর দিয়ে ব্যবসার নিরিখে সেরা ‘এটা আমাদের গল্প’! একমাসে কত কোটি ঘরে তুলল মানসীর ছবি?
পরীমনির আগামী প্রজেক্ট
প্রসঙ্গত পরীমনিকে এবার কেবল ঢালিউডের ছবিতে নয়। টলিউডের ছবিতেও দেখা যাবে। তিনি কিছুদিন আগেই ফেলু বক্সি ছবির শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে থাকবেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, প্রমুখ।