গত কয়েকদিনে পরীমনির দাম্পত্য নিয়ে কম কাটাছেঁড়া চলেনি সোশ্যাল মিডিয়ায়। বছরের শেষ দিন পঞ্চম স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত নায়িকা। যদিও দু-দিন যেতে না যেতেই চার মাসের শিশুপুত্রের মুখ চেয়ে সমস্যা মিটিয়ে নিয়েছেন রাজ-পরীমনি, বলে খবর। ছেলে রাজ্যকে নিয়ে রাজের বাড়িতে ফিরে গিয়েছেন পরীমনি। এর মাঝেই পরীমনির মাদক মামলা নিয়ে বড়সড় আপটেড এল।
অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেছেন সেদেশের সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। প্রথম আলো-র এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ (সোমবার) বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়, এর জেরে আগামী ছয় মাস এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তরফে দায়ের করা ‘লিভ টু আপিল’ মামলায় এমনটাই জানিয়েছে সেদেশের শীর্ষ আদালত। একইসঙ্গে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
গত বছর মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সময়ই রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। সেইমতোই সোমবার এই মামলার শুনানি হয়।
এই নিয়ে প্রথম আলোকে পরীমনির আইনজীবী জানিয়েছেন, ‘এই মামলায় হাইকোর্টের দেওয়া রুল পেন্ডিং আছে, এই রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। এই সময় বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন যেন মামলার কার্যক্রম পরিচালনা না করেন। যদি ছয় মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে রুল শুনানি করতে ব্যর্থ হলে মামলার প্রসিডিংস (কার্যক্রম) আবার চলবে বলেছেন আপিল বিভাগ।’
২০২১ সালের ৪ঠা অগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতারের পরদিন তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এই মামলা করা হয়৷ র্যাবের জব্দ তালিকায় পরীমনির বাড়ি থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য' উদ্ধারের কথা বলা হয়৷ এই মামলায় গ্রেফতার পরীমনি প্রায় টানা একমাস জেলবন্দি ছিলেন। তাঁকে তিন দফায় রিম্যান্ডে নেওয়া নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। পরে, ৩১ অগস্ট (২০২১) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পান পরীমনি। একই বছরের ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি।