কলকাতা : শনিবার প্রকাশ্যে এল ‘হামি ২’-এর পোস্টার। আজই শিশু দিবস। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘হামি ২’। একটু দুষ্টুমি, একটু খুনসুটি, আর অনেকটা মজা নিয়ে হাজির উইনডোজ প্রোডাকশন হাউস। রূপোলি পর্দায় ফিরছে লাল্টু ও ভুটু-র জুটি।
ছবিতে মাস্কের এক বিশেষ ভূমিকা দেখা যাবে, যা পোস্টারে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। কারণ করোনাভাইরাস আবহেই তৈরি হতে চলেছে ছোটদের ‘হামি ২’। পরিচালকরা জানিয়েছেন, লকডাউনের পটভূমিকায় সেই চিত্রনাট্য লেখা হয়েছে। এবারেও লাল্টু বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদকে। ভুটুর চরিত্রে অভিনয় করছেন ব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন বা কে কে সিনেমায় আছেন, তা এখনও কিছু জানা যায়নি প্রযোজনা সংস্থার তরফে।
নতুন কোনও চরিত্রের আগমন ঘটবে কিনা ‘হামি ২’-তে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। আগামী বছর মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হামি ২’। ইতিমধ্যেই সিনেমার পোস্টার সিনেমাপ্রেমীদের মধ্যে এক আলাদা উচ্ছ্বাস দেখা গিয়েছে।