সাতপাকে বাঁধা পড়লেন পৌলমী দাস। প্রকাশ্যে এল তাঁর বধূবেশের লুক। বিয়ের রাতে একেবারে সাবেকি সাজেই দেখা গেল মিত্তির বাড়ির মেজো বউমা। কারা কারা এলেন অভিনেত্রীর বিয়েতে?
আরও পড়ুন: অস্কারের দৌড়ে রয়েছেন বিক্রম ঘোষও! গান মনোনীত হতেই আবেগঘন শিল্পী বললেন 'আমাদের ভালোবাসার ফসল...'
পৌলমী দাসের বিয়ে
৬ নভেম্বর সাতপাকে বাঁধা পড়লেন পৌলমী দাস। ঋদ্ধিমান মজুমদারের গলায় মালা দিলেন তিনি এদিন। তাঁদের আলাপ ম্যাট্রিমনি সাইট থেকে। প্রথমে আলাপ থেকে হয় বন্ধুত্ব, তারপর সেখান থেকে বর্তমানে তাঁরা যে একে অন্যকে চোখে হারান সেটা তাঁদের ছবি দেখলেই বোঝা যায়। আর সেই সম্পর্কই এদিন একটা নতুন ধাপে উন্নীত হল। এদিন প্রকাশ্যে এল অভিনেত্রীর বিয়ের লুক।
বিয়েতে পৌলমী একেবারেই সাবেকি সাজেই ধরা দিয়েছেন। পরেছেন টুকটুকে লাল বেনারসি। সঙ্গে গা ভর্তি সোনার গয়না। মাথায় রয়েছে শোলার মুকুটও। হাতে মেহেন্দির বদলে পরেছেন মেহেন্দি। রয়েছে কলকাও। খুবই ছিমছাম সাজে এদিন দেখা মিলল মিত্তির বাড়ির মেজো বউমার।
পৌলমী দাসকে বৃদ্ধির সময় সাদা শাড়ি পরতে দেখা গিয়েছে লাল ব্লাউজ দিয়ে। সঙ্গে হালকা সোনার গয়নায় সেজেছিলেন। পরেছিলেন নাকে নথ, শোলার মুকুটও। বৃদ্ধির সময় বাবার সঙ্গে একটি আদুরে মুহূর্তও প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর। বাবার কাঁধে মাথা রেখে আবেগঘন হয়ে পড়েন পৌলমী। গায়ে হলুদের সময় পৌলমী পরেছিলেন হলুদ শাড়ি। মাথায় লাগানো ছিল সূর্যমুখী ফুল। খোশমেজাজে তাঁকে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায়।
কারা এসেছিলেন পৌলমীর বিয়েতে?
এদিন পৌলমী দাসের বিয়েতে দেখা মিলল সৌরভ দাস এবং দর্শনা বণিকের। সৌরভ সাদা টিশার্টের উপর শার্ট এবং ছাই রঙা প্যান্ট পরে এসেছিলেন। গলায় ছিল মাফলার। অন্যদিকে দর্শনা নীল রঙের শাড়ি সাদা ব্লাউজ দিয়ে পরে এসেছিলেন।