সারেগামাপা থেকে উত্থান তাঁর। মূলত লোকসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত গেয়ে থাকেন তিনি। অজস্র শ্রোতা, ভক্ত তাঁর। তাঁর একটু হাটকে গায়কীতে মন্ত্রমুগ্ধ অনেকেই। তবে এদিন তিনি যে ভিডিয়ো পোস্ট করলেন সেটা দেখে সেই মুগ্ধতা আরও বেশ কিছুটা বেড়েছে তাঁর অনুরাগীদের। কার কথা বলছি? পৌষালি বন্দ্যোপাধ্যায়ের।
এদিন কী পোস্ট করলেন পৌষালি?
পৌষালি বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে তিনি ট্রেনে সফর করছেন। তাঁর সঙ্গে তাঁর গোটা টিম রয়েছে। সাইড লোয়ার সিটে বসে আছেন গায়িকা। আর তাঁর ঠিক সামনেই বসে একজন বাউল, যিনি মূলত ট্রেনে ট্রেনে ঘুরে গান শোনান। সেই ব্যক্তিকে সামনে বসিয়েই এদিন পৌষালি তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না গানটি গান। তাঁকে যোগ্য সঙ্গত দেন তাঁর সঙ্গীরা। হ্যাঁ ঠিকই বুঝেছেন। তাঁরা সকলে মিলে চলন্ত ট্রেনেই বাদ্যযন্ত্র বাজিয়ে এই গানটি পারফর্ম করেন। আর সামনে হাসিমুখে বসে থাকেন সেই ব্যক্তি।
আরও পড়ুন: ৩ মাসেই দ্বিতীয় সন্তানকে হারান গোবিন্দা! মেয়ের মৃত্যুর প্রসঙ্গে অভিনেতার স্ত্রী কী বললেন?
এই ভিডিয়ো পোস্ট করে পৌষালি লেখেন, 'যিনি দোতোরা ধরে বসে আছেন, video -টার শেষে তাঁর হাসিটাই শেষ কথা।' বহু মানুষ তাঁর এই পোস্টে রিঅ্যাক্ট করেছেন। কয়েকশ বার শেয়ার হয়েছে এই ভিডিয়ো।
কে কী লিখলেন?
অনেকে এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দিদি বাংলাদেশ একটা প্রোগ্রাম করবেন দুর্গা পুজায়।' আরেকজন লেখেন, 'দারুণ! এরকম একদিন গান শুনতে শুনতে ট্রাভেল করব আপনার সাথে, খুব ভালো গান শুনলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অসাধারণ ভিডিয়ো, ট্রেনে বসে গান করা, খুব ভালো লাগল,অনেক অনেক ভালোবাসা রইল।' চতুর্থ জন লেখেন, 'অনেক ভালো লাগল। শুভেচ্ছা রইলো পুরো টিমের জন্য।'
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক
আরও পড়ুন: গণেশ পুজোর রাগালাপ! দর্শকাশনে বসে সস্ত্রীক শঙ্কর - শিবমণি - পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন