বহু বাধা, বিতর্ক পেরিয়ে অবশেষে সিনেমাপ্রেমীদের মনে ধরেছেন 'আদিপুরুষ'-এর ট্রেলার। তাই এই ছবি নিয়ে আশায় বুক বেঁধেছেন নির্মাতারা। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। আর তাই প্রস্তুতি তুঙ্গে। তবে তারই মাঝে ‘আদিপুরুষ’-এর মুক্তি নিয়ে বিশেষ ঘোষণা করেছেন ছবির নির্মাতারা।
সেটা কী জানেন?
নির্মাতাদের তরফে জানানো হয়েছে গোটা দেশে যে সমস্ত প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ মুক্ত পাচ্ছে, সেগুলির প্রত্যেকটিতে একটি করে আসন বজরংবলীর জন্য রাখা হবে। সেই আসনের টিকিট বিক্রি হবে না। নির্মাতাদের তরফে বিশেষ ঘোষণায় জানানো হয়, যেখানেই রামায়ণ পাঠ করা হয়, সেখানেই বজরংবলী উপস্থিত থাকেন। এটাই আমাদের বিশ্বাস। সেই বিশ্বাসের প্রতি সম্মান রেখেই প্রত্যেক প্রেক্ষাগৃহে একটি করে আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। আর তাঁর জন্যই এই একটি করে আসন সংরক্ষিত থাকবে। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আর সেকারণেই এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন-কঙ্গনায় মুগ্ধ সলমন বললেন ‘কী সুন্দর দেখাচ্ছে’! নেটপাড়া বলছে, এবার এই জুটি চাই…
আরও পড়ুন-'রাম সিয়া রাম' গেয়ে সীতা গুহা মন্দিরে আরতি কৃতি শ্যাননের, সঙ্গী কারা?
এদিকে 'আদিপুরুষ' ছবিটি মুক্তির আগে তিরুপতি শ্রী ভেঙ্কেটশ্বরা স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধে ৬টার এই অনুষ্ঠানকে বলা হচ্ছে প্রি- যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চিন্না জিয়ার স্বামী গারু।
এদিকে সম্প্রতি তিরুপতি তিরুমালা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন পর্দার ‘রাঘব’ প্রভাস। সাদা কুর্তা-পাজামা ও লাল সিল্কের উত্তরীয় গায়ে দেখা যায় তাঁকে। এদিকে আবার কৃতি শ্যাননও মহারাষ্ট্রের নাসিকে সীতা গুহা মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়েও তাঁকে 'রাম সিয়া রাম' গানে আরতিতে অংশ নিয়ে দেখা যায়। 'আদিপুরুষ'-এ প্রভাস-কৃতি ছাড়াও লক্ষণের ভূমিকায় সানি সিং আর রাবণের ভূমিকায় সইফ আলি খানকে দেখা যাবে।