বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর কল্কি ২৮৯৮ এডি-র নায়ক প্রভাস 'ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরুষ চলচ্চিত্র তারকা' হিসাবে আবির্ভূত হয়েছে, জুলাই ২০২৪-এর Ormax মিডিয়ার রিপোর্ট অনুসারে। জুনের শেষের দিকে মুক্তি পায় এই সিনেমাটি এবং ব্যাপক প্রশংসা পায় অভিনেতা প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং কমল হাসান।
জুলাই ২০২৪-এর রিপোর্ট অনুসারে এই তালিকায় রয়েছেন, প্রভাস, বিজয়, শাহরুখ খান, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, অল্লু অর্জুন, সলমন খান, রাম চরণ এবং সর্বশেষে, অজিত কুমার।
এদিকে, সম্প্রতি প্রভাসকে নিয়ে কিছু মন্তব্য করেন আরশাদ ওয়ারসি। যা নিয়ে গত কয়েকদিন ধরেই জোরদার চর্চা। কল্কি সিনেমা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আরশাদ বলতে শুরু করেন, ‘জানি না কী আছে ওর মধ্যে। একটুও যদি অভিনয় দক্ষতা দেখতে পেতাম, নিজেকে ধন্য মনে হত। প্রভাস, আমি ভীষণই দুঃখিত! জোকারের মতো দেখতে লাগছিল! ম্যাড ম্যাক্স, মেল গিবসনের মতো কাউকে দেখতে গিয়েছিলাম, এসব কী দেখলাম! কেন যে ওকে এরকম করে সাজায়, বুঝি না!’
প্রসঙ্গত, কল্কি ২৮৯৮ এডি স্যাকনিল্কের মতে ১০৪১.৬৫ কোটি টাকা আয় করেছে। পাঁচ সপ্তাহে এর ভারতে মোট সংগ্রহ ছিল ৭৬৬.৬৫ কোটি আর বিদেশের সংগ্রহ ২৭৫ কোটি।
কাজের সূত্রে, এরপর প্রভাসকে দেখা যাওয়ার কথা রয়েছে দ্য রাজা সাব, সালার ২-এর মতো প্রোজেক্টে। এদিকে শাহরুখ ব্যস্ত রয়েছেন কিং নিয়ে। সুজয় ঘোষেরপরিচালনায় এই সিনেমায় মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ফলে বাদশার কাছে এই প্রোজেক্ট খুব স্পেশাল। সুহানার প্রথম সিনেমা হল রিলিজ হতে চলেছে এই ছবি। ২০২৪ সালের ডিসেম্বরে শাহরুখের শেষ সিনেমা মুক্তি পেয়েছে। রাজকুমার হিরানির ডাঙ্কি মিশ্র প্রতিক্রিয়া পায় বক্স অফিসে। তার আগে অবশ্য পাঠান ও জওয়ান ব্লকবাস্টার হিট ছিল। ১০০০ কোটির উপর ব্যবসাও করেছে।
আর সলমনকে এরপর দেখা যাবে সিকন্দর-এ। ‘ইস ঈদ বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ অউর ময়দান কো দেখো অউর আগলি ঈদ সিকান্দর সে আ কর মিলো (এই ইদে দেখুন বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ও ময়দান, আগামী ইদে সিকান্দারের সঙ্গে দেখা করুন)। ... সবাইকে ঈদ মোবারক… সিকান্দারকে উপহার দিচ্ছেন সাজিদ নাদিয়াদওয়ালা। পরিচালনায় আর মুরুগাদোস।’, ছবি ঘোষণার সময় বলেছিলেন ভাইজান। জুন মাসে শ্যুটিং শুরু হয়েছে। সর্বশেষ দেখা গিয়েছে সলমনকে ক্যাটরিনা কাইফের বিপরীতে 'টাইগার থ্রি' ছবিতে।