বাংলা নিউজ > বায়োস্কোপ > Prabhas Birthday: অনুষ্কার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন, করণের মুখ বন্ধ করতে খুব কথা শুনিয়েছিলেন প্রভাস

Prabhas Birthday: অনুষ্কার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন, করণের মুখ বন্ধ করতে খুব কথা শুনিয়েছিলেন প্রভাস

অনুষ্কা-প্রভাসের প্রেমের গুজব ছড়িয়েছিলেন করণই?

অনুষ্কা শেট্টি আর প্রভাসের প্রেমের গুজব একসময় ছড়িয়েছিল বাজারে। আর স্বভাবত তা নিয়ে প্রশ্ন করেছিলেন করণ জোহরও। আর তারপরেই এসেছিল মুখের মতো জবাব।

প্রেম নিয়ে খোঁচা দিতে খুব পছন্দ করেন করণ জোহর। বলিউডের ওপেন সিক্রেট তিনি, করিনা আর রণবীর কাপুর লোকের হাঁড়ির খবর রাখতে বেশ পছন্দ করেন। মাঝেমধ্যে করণের এই স্বভাব লোককে খুব বিরক্তও করে। ঠিক যেমন করেছিল বাহুবলী-খ্যাত প্রভাসকে। 

২০১৮ সালে কফি উইথ করণের ৬ নম্বর সিজনে হাজির হয়েছিলেন প্রভাস, সঙ্গে ছিলেন রানা ডাগ্গুবতী আর এসএস রাজামৌলি। আর সেইসময় চারদিকে জোর খবর প্রেম করছেন প্রভাস ‘বাহুবলী’ নায়িকা অনুষ্কার সঙ্গেই। স্বভাবতই প্রশ্ন করেছিলেন করণও। কৌতূহলের সঙ্গেই জানতে চেয়েছিলেন, ‘তুমি কি কারও সঙ্গে প্রেম করছ?’ প্রভাসের উত্তর ছিল ‘না’। থেমে থাকার বান্দা তো করণ না। এরপর জানতে চান খোঁচা মেরে, ‘অনুষ্কা (শেট্টি)র সঙ্গে প্রেম করছ না?’ 

এবার বেশ চাঁচাছোলা উত্তরই দেন প্রভাস। শুধু তাই নয়, এসব গুজব ছড়ানোর জন্য তিনি সরাসরি দায়ি করেন করণ জোহরকেই। মানে ফের একবার নিজের শো-তেই জব্দ হয়েছিলেন পরিচালক। বরাবরই প্রভাস আর অনুষ্কা নিজেদের ভালো বন্ধু হিসেবে দাবি করে এসেছে। একদিন তো বাহুবলী-অভিনেত্রী বলেই বসেছিলেন, ‘যদি সত্যি কিছু থাকত তাহলে এতদিনে তা সবাই জেনেই যেত’।

কাজের সূত্রে, এরপর প্রভাসকে দেখা যাবে ‘আদিপুরুষ’ ছবিতে। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে চলছে ট্রোলিং। প্রভাসের ওজন বাড়া, বাজে ভিএপএক্স, রাবণ সইফের দাড়িওয়ালা চেহারা এখন যত চর্চার বিষয়। জানুয়ারিতে এই সিনেমার মুক্তি পাওয়ার কথা। 

করণ যদিও প্রেমে কিউপিড হিসেবে কাজ করেছেন ভিকি-ক্যাটরিনা, রণবীর-আলিয়া, কিয়ারা-সিদ্ধার্থদের। এমনকী, বলিউডের সব নায়িকারাই মনের কথা খুলে বলতে পছন্দ করেন করণকে। আর তারপরই গুজবের হাওয়া ঘুরতে থাকে আনাচে-কানাচ

বন্ধ করুন