বাংলা নিউজ > বায়োস্কোপ > টাকা কম পাবেন জেনেও অন্যধারার ছবি করতে আগ্রহী ‘বাহুবলী’, ‘প্রস্তুতি শুরু করেছি!’

টাকা কম পাবেন জেনেও অন্যধারার ছবি করতে আগ্রহী ‘বাহুবলী’, ‘প্রস্তুতি শুরু করেছি!’

প্রভাস।

এই মুহূর্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম প্রভাস।

এই মুহূর্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম প্রভাস। এবং 'ব্যয়বহুল'-ও বটে। 'বাহুবলী' সিরিজের ছবির সাফল্যের পর ভারতীয় বিনোদন জগতের সবথেকে দামি আসনের সারিতে জাঁকিয়ে বসে পড়েছেন এই দক্ষিণী-নায়ক। বর্তমানে, প্রভাসের হাতে যে কয়েকটি প্রজেক্ট রয়েছে সব মিলিয়ে তার বাজেট ছাড়িয়েছে ১০০০ কোটি টাকা!

তবে প্রভাস কিন্তু সবসময়ই বিরাট বাজেটের ছবি করতে চান না। এ কথা আর কেউ নয়, নিজের মুখেই জানিয়েছেন এই 'বাহুবলী' অভিনেতা। ছোট বাজেটের এবং বিশেষ করে অন্যধারার ছবিতেও কাজ করার সমান আগ্রহ রয়েছে তাঁর। এমনকি ইতিমধ্যেই তা নিয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছেন তিনি এটি জানা সত্বেও যে সেই ছবির জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক কোনওভাবেই পাবেন না তিনি। প্রভাসের কথাতেই জানা গেল, তাঁর পরবর্তী ছবি পুরোপুরি কমেডিধর্মী হতে চলেছে।

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে প্রভাস বলেছেন, 'আমি সত্যিই চাই না আমার সব ছবিই বিরাট বাজেটের হোক। এমনকি লার্জার দ্যান লাইফ স্কেলেরও ছবিতে সবসময় অভিনয় করতে আপত্তি রয়েছে আমার। সত্যি বলতে কী, পরপর দু-তিনটি বিরাট বাজেটের ছবিতে কাজ করার পর একটু অন্য রকমের কাজ করতে ইচ্ছে হয়। একদিন হয়ত অন্যধারার ছবিতেও কাজ করব। কিন্তু এইমুহূর্তে নয়। কারণ তার জন্য এখনও উপযুক্ত নই আমি। কিন্তু অল্প বাজেটের ছবি করার ব্যাপারেও দারুণ আগ্রহ রয়েছে আমার। যদিও বাজেট অল্প হলেও সেই ছবিকে ভীষণ বাস্তবধর্মী হতে হবে।'

এখানেই থামেননি দক্ষিণী তারকা।আরও বলেন, 'আমি জানি সেই ছবির জন্য বিরাট পারিশ্রমিক হাঁকাতে পারব না। বাজেটের দিক থেকেও যে সেই ছবি বিরাট মাপের হবে, এমনটিও নয়। কিন্তু তবু আমি করতে চাই সেরকম ছবি। জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেই পরিকল্পনা কিন্তু শুরু করে দিয়েছি।'

বায়োস্কোপ খবর

Latest News

ভারতীয় দলে অভিষেক! ১১ কোটির মালিক হচ্ছেন মায়াঙ্ক…IPL নিলামের আগে কোটিপতি নীতীশও… মাথাটা খাটা খেলার সময়-রান আউট হতেই শিষ্যকে ধমক গুরু যুবরাজের কতটা কষ্ট করেন জোম্যাটোর ডেলিভারি এজেন্টরা, মলে পৌঁছেই হাড়ে হাড়ে বুঝলেন সিইও রোজ তুলসী পাতা খান? শরীরে যা ঘটছে...! জানলে মাথা ঘুরে যাবে কুমারী পুজো হবে, সেনাপ্রধানের অনুরোধে সিদ্ধান্ত বদল ঢাকার রামকৃষ্ণ মিশনের বড় ধরনের বিধি সংশোধন, সরকারি কর্মীদের 'চিন্তা' দূর করল সরকার বিয়ের পর প্রথম পুজোয় সিঁদুর খেলবেন না সন্দীপ্তা! সৌম্যকে নিয়ে কী প্ল্যান? ‘সোনা পাচারে জড়িতরা বেশিরভাগই মুসলিম’, কর্ণাটকে CPM বিধায়কের মন্তব্যে বিতর্ক ভাইরাল-উৎসবের আবহে মোমো-নাগেটস খাচ্ছেন! এ কোন বিরাট! স্ত্রীকে ছাড়াই রেস্তোরাঁতে আগামিকাল কেমন কাটবে আপনার? পঞ্চমী কি ভালো কাটবে? জানুন ৮ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.