এই মুহূর্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম প্রভাস। এবং 'ব্যয়বহুল'-ও বটে। 'বাহুবলী' সিরিজের ছবির সাফল্যের পর ভারতীয় বিনোদন জগতের সবথেকে দামি আসনের সারিতে জাঁকিয়ে বসে পড়েছেন এই দক্ষিণী-নায়ক। বর্তমানে, প্রভাসের হাতে যে কয়েকটি প্রজেক্ট রয়েছে সব মিলিয়ে তার বাজেট ছাড়িয়েছে ১০০০ কোটি টাকা!
তবে প্রভাস কিন্তু সবসময়ই বিরাট বাজেটের ছবি করতে চান না। এ কথা আর কেউ নয়, নিজের মুখেই জানিয়েছেন এই 'বাহুবলী' অভিনেতা। ছোট বাজেটের এবং বিশেষ করে অন্যধারার ছবিতেও কাজ করার সমান আগ্রহ রয়েছে তাঁর। এমনকি ইতিমধ্যেই তা নিয়ে পরিকল্পনাও শুরু করে দিয়েছেন তিনি এটি জানা সত্বেও যে সেই ছবির জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক কোনওভাবেই পাবেন না তিনি। প্রভাসের কথাতেই জানা গেল, তাঁর পরবর্তী ছবি পুরোপুরি কমেডিধর্মী হতে চলেছে।
এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস-কে প্রভাস বলেছেন, 'আমি সত্যিই চাই না আমার সব ছবিই বিরাট বাজেটের হোক। এমনকি লার্জার দ্যান লাইফ স্কেলেরও ছবিতে সবসময় অভিনয় করতে আপত্তি রয়েছে আমার। সত্যি বলতে কী, পরপর দু-তিনটি বিরাট বাজেটের ছবিতে কাজ করার পর একটু অন্য রকমের কাজ করতে ইচ্ছে হয়। একদিন হয়ত অন্যধারার ছবিতেও কাজ করব। কিন্তু এইমুহূর্তে নয়। কারণ তার জন্য এখনও উপযুক্ত নই আমি। কিন্তু অল্প বাজেটের ছবি করার ব্যাপারেও দারুণ আগ্রহ রয়েছে আমার। যদিও বাজেট অল্প হলেও সেই ছবিকে ভীষণ বাস্তবধর্মী হতে হবে।'
এখানেই থামেননি দক্ষিণী তারকা।আরও বলেন, 'আমি জানি সেই ছবির জন্য বিরাট পারিশ্রমিক হাঁকাতে পারব না। বাজেটের দিক থেকেও যে সেই ছবি বিরাট মাপের হবে, এমনটিও নয়। কিন্তু তবু আমি করতে চাই সেরকম ছবি। জানিয়ে রাখি, ইতিমধ্যেই সেই পরিকল্পনা কিন্তু শুরু করে দিয়েছি।'