বিয়ে করছেন 'বাহুবলী' প্রভাস! এমন কথা যে কতবার শোনা গিয়েছে তার কোনও ইয়াত্তা নেই। তবে শেষপর্যন্ত প্রভাস আর বিয়ে করেননি। তবে এখন শোনা যাচ্ছে, সত্য়িই নাকি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা।! দক্ষিণের বহু সংবাদমাধ্যমের প্রতিবেদনে মিলেছে এমনই খবর। এবার প্রশ্ন প্রভাসের পাত্রী কে?
প্রভাসের বিয়ের কথা উঠলেই প্রথমেই যাঁর নাম প্রথমে আসে তিনি হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি। সেই ‘বাহুবলী’র সময় থেকে শোনা যাচ্ছে প্রভাস-অনুষ্কার প্রেমের গুঞ্জন ও তাঁদের বিয়ের খবর। যদিও প্রভাস ও অনুষ্কা দুজনেই অবশ্য একে-অপরকে শুধুই কাছের বন্ধু বলে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে তারপরও তাঁদের প্রেম নিয়ে নানান চর্চা বন্ধ হয়নি। তবে শোনা যায়, প্রভাসের জন্যই নাকি ৪৩ বছর বয়সে এসেও এখনও অবিবাহিত তাঁর 'দেবসেনা' অনুষ্কা শেট্টি। এদিকে ৪৫-এ এসে প্রভাসও এখনও ব্যাচেলার। আর তাই দুইয়ে দুই ৪- করে নিয়ে অসুবিধা হয়নি অনুরাগীদের।
তবে সে যাই হোক। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে জোর খবর, শেষপর্যন্ত প্রভাস বিয়ে করছেন। তবে পাত্রী কে?
যদিও বিয়ের বিষয়ে প্রভাস নিজে কোনও মন্তব্য করেননি। তবে প্রভাসের অভিনেতা বন্ধু রামচরণ তাঁর বিয়ের ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি একটি জনপ্রিয় শোয়ে উপস্থিত হয়েছিলেন রামচরণ। সেখানেই তাঁকে প্রভাসের বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে রামচরণ বলেন, খুব শীঘ্রই বিয়ে করতে পারেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার গণপভরাম গ্রামের মেয়ে।
এরপরই দক্ষিণী ফিল্ম বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান প্রভাসের বিয়ের জল্পনা উস্কে নিজে X (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি বিয়ের ইমোজি, আর কনের ইমোজি জুড়ে দেন। এরপরই প্রভাসের বিয়ের খবর দ্রুত ভাইরাল হয়।
এরপরই প্রভাসের এই বিয়ের খবর নিয়ে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। যদিও প্রভাস অনুরাগীরা বাহুবলী তারকার পাশে অনুষ্কা ছাড়া আর কাউকে দেখতে নারাজ। অনেকেই আবার এই খবরকে এক্কেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। কেউ আবার মনে করছেন, সুপারস্টার নিশ্চয় কোনও সিনেমায় অভিনয় করছেন, তাই এটা শুধুই সেই ছবির প্রচার কৌশল।
যদিও বিয়ে নিয়ে প্রভাস কিংবা তাঁর পরিবারের কেউই কোনও মন্তব্য করেননি। এখন দেখার সত্যিই ৪৫ বছর বয়সে অভিনেতা শেষপর্যন্ত ছাদনাতলায় যান কিনা!