প্রভাস-কৃতিকে দেখার জন্য তখন ফিরে ঠেলাঠেলি চলছে। উচ্ছ্বসিত অনুরাগীরা। মঞ্চ থেকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়লেন 'আদিপুরুষ'-এর 'রাঘব' অর্থাৎ প্রভাস, সঙ্গে ছিলেন কৃতি, ছিলেন পরিচালক ওম রাউত। জয় শ্রীরাম ধ্বনিতে ফেটে পড়ল প্রেক্ষাগৃহ। প্রভাস-কৃতির বহু চর্চিত 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চের আগে এমনই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
ভিডিয়ো শেয়ার করেছেন পর্দার 'জানকী' ওরফে কৃতি শ্যানন। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে কৃতি ও প্রভাস, পাশে পরিচালক ওম রাউত সহ অন্যান্যরা। পরিচালক ওম রাওত প্রথমে 'জয় শ্রীরাম' ধ্বনি উচ্চারণ করেন, আর তারপর প্রভাস। এই ধ্বনি শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনুরাগীরা। তাঁদেরকেও এই একই ধ্বনিতে উল্লাস করতে দেখা যায়। আর এটি ছিল হায়দরাবাদে আয়োজিত 'আদিপুরুষ' -এর ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠান। মঙ্গলবারই ‘আদিপুরুষ’-এর ট্রেলার লঞ্চ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন-কনসার্ট চলাকালীন পপকর্ন খাওয়ার প্রস্তাব, নির্দ্বিধায় গ্রহণ করলেন অরিজিৎ সিং
আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী
এদিকে ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন পর্দার ‘রাম ও সীতা’ অর্থাৎ প্রভাস ও কৃতি। অনুষ্ঠান চলাকালীনই প্রভাসকে ডেকে কানে ফিস ফিস করে কৃতিকে কিছু কথা বলতে দেখা যায়। যা নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন প্রভাসকে নীলাভ কুর্তা পাজামায় দেখা যায়। আর কৃতি পরেছিলেন প্যাস্টেল রঙের আনারকলি ড্রেস।
এদিকে আদিপুরুষের শ্যুটিং চলাকীলনই প্রভাস-কৃতির প্রেমের গুঞ্জন মুম্বই থেকে হায়দরাবাদ, দুই ইন্ডাস্ট্রিই সরগরম ছিল। যদিও প্রেমের কথা অস্বীকার করেছিলেন দুই তারকা। তবে আদিপুরুষের ট্রেলারের ফ্যান প্রিভিউ অনুষ্ঠানে প্রভাস ও কৃতিকে পাশাপাশি বসে ফিসফিস করতে দেখে নতুন করে তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। তবে মুখে কুলুপ এঁটেছেন প্রভাস ও কৃতি। প্রসঙ্গত পৌরাণিক রামায়ণ অবলম্বনে তৈরি হচ্ছে 'আদিপুরুষ'। ছবিতে রাঘব চরিত্রে প্রভাস, জানকির চরিত্রে কৃতি, লক্ষ্মণ চরিত্রে সানি সিং এবং লঙ্কেশ চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। সম্প্রতি, নির্মাতারা ঘোষণা করেছেন যে ছবিটি ১৩ জুন নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভালে ছবিটি প্রদর্শিত হবে। এটি ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।