বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush Poster Controversy: ‘পৈতে নেই রাম-লক্ষণের’! প্রভাস-কৃতির আদিপুরুষের নতুন পোস্টার নিয়ে দায়ের অভিযোগ

Adipurush Poster Controversy: ‘পৈতে নেই রাম-লক্ষণের’! প্রভাস-কৃতির আদিপুরুষের নতুন পোস্টার নিয়ে দায়ের অভিযোগ

আদিপুরুষের নতুন পোস্টার নিয়ে দায়ের হল অভিযোগ মুম্বইতে। 

বিতর্ক পিছু ছাড়ে না আদিপুরুষের। এর আগে ট্রেলার। এবার পোস্টার। রাম নবমীর দিন নতুন পোস্টার সামনে আনেন নির্মাতারা। আর তা নিয়ে হল বিতর্ক। 

প্রকাশ্যে এল আদিপুরুষ সিনেমার নতুন পোস্টার। আর তাতেই এল বড় বিপত্তি। ছবির পোস্টার হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মুম্বইতে নির্মাতাদের নামে দায়ের হল অভিযোগ।

সঞ্জয় দিনানাথ তিওয়ারি নামের এক ব্যক্তি মুম্বই হাইকোর্টের আইনজীবী আশিস রাই এবং পঙ্কজ মিশ্রের মাধ্যমে সাকিনাকা থানায় প্রযোজক, শিল্পী এবং পরিচালক ওম রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী নিজেকে সনাতন ধর্মের প্রচারক বলে উল্লেখও করেছেন।

অভিযোগে বলা হয়েছে যে ‘সিনেমার নতুন পোস্টারে হিন্দি ধর্মীয় গ্রন্থ রামচরিতমানসের অনুপযুক্তভাবে প্রদর্শন করে চলচ্চিত্র নির্মাতা ওম রাউত হিন্দু ধর্ম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।’

অভিযোগ অনুসারে, পোস্টারটিতে দেখানো হয়েছে 'মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামকে যে পোশাকে দেখানো হয়েছে তা রামচরিতমানসের স্বাভাবিক চেতনা এবং প্রকৃতির বিপরীতে। অভিযোগকারী আরও দাবি করেছেন যে আদিপুরুষ রামায়ণের সমস্ত চরিত্রকে ‘পৈতে ছাড়া দেখায়’। হিন্দু সনাতন ধর্মে পৈতের বিশেষ গুরুত্ব রয়েছে, যা বহু শতাব্দী ধরে সনাতন ধর্মের অনুসারীরা পুরাণের ভিত্তিতে পালন করে আসছেন।

আদিপুরুষের নির্মাতারা রাম নবমীর শুভ দিনে ‘বিতর্কিত’ পোস্টারটি উন্মোচন করেছিলেন। ভগবান রামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত উৎসব রাম নবমী। নতুন পোস্টারে প্রভাস এবং সানিকে তীর-ধনুক নিয়ে বুকে বর্ম পরে থাকতে দেখা গিয়েছে। নিম্নাঙ্গে দুজনেরই ধুতি। কৃতির পরে আছে সাধারণ শাড়ি, মাথায় কাপড় দেওয়া। অন্য দিকে, দেবদত্তকে ত্রয়ীর সেবায় মাথা নত করতে দেখা গিয়েছে।

ওম রাউত পরিচালিত এই ছবিতে সাইফ আলি খানকে লঙ্কেশর রাবণের চরিত্রে অভিনয় করেছেন। এর আগেও ছবি নিয়ে হয়েছিল বিতর্ক। সেই সময় সিনেমাটি বয়কট করারও দাবি উঠেছিল। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে মামলাও হয়েছিল।

‘আদিপুরুষ’ মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন ওম রাউত এবং প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস। হিন্দি এবং তেলেগু ভাষায় একইসঙ্গে হয়েছে ছবির কাজ। খনও রাবণের মুখের দাড়ি, কখনও সীতার পোশাক বিতর্কের কারণ হয়েছে। আর এবার ছবির পোস্টার আর পোস্টারে না দেখানো রাম-লক্ষণের পৈতে। আপাতত ১৬ জুন দিনটি ঠিক আছে ছবি মুক্তির জন্য। এখন দেখার তাঁর আগে আরও কোন কোন বিতর্কে জড়ায়!

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার, কে ছিল প্রেমিকা? ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.