আসন্ন তেলুগু সিনেমা ‘প্রোজেক্ট কে’-এর শ্যুটিংয়ের ব্য়স্ত দক্ষিণী তারকা প্রভাস। ছবির পরিচালনায় নাগ অশ্বিন। ছবির শ্যুটিং সেটে ল্যাম্বরগিনি নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে প্রভাসকে। সাই সাই করে গাড়ি ছুটিয়ে সেটে প্রবেশ করলেন অভিনেতা। নেটমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়ো।
প্রভাসের এক অনুরাগী নেটমাধ্যমের পাতায় এই ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা, ‘নিজের ল্যাম্বরগিনিতে করে প্রোজেক্ট কে-এর সেটে প্রবেশ করলেন প্রভাস। গতি চেক করো।’ ক্লিপটিতে মন্তব্য করে এক অনুরাগী লিখেছেন, ‘গাড়ি এবং প্রভাস দু’জনের পরিষ্কার ছবি চাই।' অপর এক অনুরাগী বলেছেন, ‘স্পোর্টস কার ট্রাফিক বান্ধব নয় সেগুলিকে এইভাবে চালানোর জন্য বোঝানো হয়েছে।’
আরও পড়ুন: ট্রেলরেই আগুন! ‘পুষ্পা’, ‘বাহুবলী’কে টেক্কা দেবে বিজয়ের ‘লাইগার’, দাবি ভক্তদের
প্রজেক্ট কে-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চনকেও। এই প্রথম দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে। জানা গিয়েছে, ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে ‘প্রজেক্ট কে’।