
হুইল চেয়ারে প্রাচী দেশাই! আচমকা হলটা কী নায়িকার?
১ মিনিটে পড়ুন . Updated: 17 Jan 2021, 03:21 PM IST- বিমানবন্দরে অভিনেত্রী দেখা গেল হুইলচেয়ারে। হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছেন এক বিমানকর্মী।
পায়ে চোট লেগেছে অভিনেত্রী প্রাচী দেশাইয়ের। একটি বিমানসংস্থার হুইল চেয়ারে বসে মুম্বই বিমানবন্দরে হাজির হলেন অভিনেত্রী। হুইলচেয়ার টেনে নিয়ে যাচ্ছেন বিমানসংস্থার কর্মী। অভিনেত্রীকে লেন্সবন্দি করলেন পাপারাৎজিরা।
অভিনেত্রীর বাম পায়ের ব্যান্ডেজ স্পষ্ট। বার বার স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেল তাঁকে। কিন্তু পাপারাৎজিদের সঙ্গে দেখা হতেই ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিলেন প্রাচী। মুম্বই ছেড়ে অভিনেত্রী কোথায় যাচ্ছেন, যদিও সে বিষয়ে কিছু জানা যায়নি।
‘কসম সে’ মেগা ধারাবাহিক দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন তিনি। অভিনেত্রীর বিপরীতে প্রথমবার দেখা যায় অভিনেতা রাম কাপুরকে। ১৭ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন।
এরপর বলিউডে কাজ করার সুযোগ। বলিউডে প্রথম ছবি ‘রক অন’। ২০০৮ সালে ‘রক অন’, ২০১৯ সালে ‘লাইফ পার্টনার’, ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ এরপর একাধিক ছবিতে কাজ করেছেন প্রাচী। এরপর বহুদিন বিনোদন জগত থেকে দূরে রেখেছেন নিজেকে। বলিউডে পথ চলা শুরু হওয়ার পর প্রথমদিকে পরিচালক রোহিত শেট্টির সঙ্গে তাঁর সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের সৃষ্টি হয়। যদিও সেবিষয় দুজনের কেউই মিডিয়ার সামনে মুখ খোলেননি।