প্রকাশ রাজ সবসময় রাজনীতি নিয়ে কী ভাবছেন, তাঁর বক্তব্য কী সেটা সোজাসুজি বলতে পছন্দ করেন। তিনি কেন্দ্রীয় সরকারের একজন কড়া সমালোচক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপকে তিনি কখনও না কখনও সমালোচনা করেছেন। অন্যদিকে তিনি ২০১৯ সালে বেঙ্গালুরুর নির্বাচনে অংশ নিয়েছিলেন। লড়াই করেছিলেন। হামেশাই তাঁকে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে টুইট করতে দেখা যায়। কিন্তু এই গোটা জিনিসটাই এখন দীর্ঘদিন ধরে গড়ে তোলা তাঁর অভিনয়ের কেরিয়ারকে প্রভাবিত করছে বলে জানিয়েছেন অভিনেতা। একই সঙ্গে বিনোদন জগতে তাঁর যত পরিচিতি রয়েছে, বা যাঁদের সঙ্গে সম্পর্ক আছে সেগুলোও প্রভাবিত হচ্ছে বলে জানান।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ রাজ এই বিষয়ে খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, 'রাজনীতির জন্য আমার অভিনয়ের কেরিয়ার প্রভাবিত হচ্ছে। এখন অনেকেই আমার সঙ্গে কাজ করতে চান না, কারণ তাঁদের তেমন নির্দেশ দেওয়া হয়ে থাকে। আর ওঁরাও ভয় পেয়ে আমার সঙ্গে কাজ করেন এই ভেবে যদি সেই কাজ উপরমহল অ্যাপ্রুভ না করে। আমি অর্থনৈতিক ভাবে সক্ষম এগুলো হাতছাড়া করার জন্য। আমি যেটা ভয় পাই সেটা হল কারও ক্ষমতা।'
অভিনেতা প্রকাশ রাজ জানান, তাঁর এসবের জন্য মোটেই আফসোস হয় না। কারণ তিনি চান না তাঁর কাজ কেবল পর্দায় সীমাবদ্ধ থাক। তিনি এটাতেই স্বচ্ছন্দ্য বোধ করেন যে তিনি ভুলের বিরুদ্ধে কথা বলতে পারছেন, পারেন। নইলে তাঁর মৃত্যুর পর সবাই তাঁকে কেবল একজন ভালো অভিনেতা হিসেবে চিনত। কিন্তু তিনি মানুষ হিসেবে কেমন, কী ছিলেন সেটা কেউ জানত না, বলেই জানান। 'কিছু করতে গেলে কিছু দাম ত দিতেই হয়। আর আমি সেই দাম দিতে সক্ষম' এমনটাই জানান প্রকাশ রাজ।
এই প্রৌঢ় অভিনেতা জানান, তিনি জানেন যে আরও অনেকেই তাঁর মতো ভাবেন কিন্তু তাঁরা প্রকাশ্যে মুখ খুলতে পারেন না। অবশ্যই তাঁর জন্য তাঁদের বিরুদ্ধে তাঁর কোনও রাগ নেই। তিনি বলেন, 'অনেক অভিনেতারা চুপ করে আছেন, কিন্তু আমি তাঁদের দোষ দিই না, তাঁরা এই দাম দিতে পারবেন না।'
প্রকাশ রাজকে বর্তমানে মুখবীর ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। এই ওয়েব সিরিজ ১১ নভেম্বর জি ৫এ মুক্তি পেয়েছে। তাঁর সঙ্গে এই ওয়েব সিরিজে জৈন খান দুররানি, আদিল হুসেনকেও দেখা যাচ্ছে। এর আগে তাঁকে পন্নিয়িন সেলভান ১ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিটি মনি রত্নম পরিচালনা করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন, প্রমুখকে দেখা গিয়েছে। বক্স অফিসে দারুন সাফল্য অর্জন করেছে এই ছবি।