বাংলা নিউজ > বায়োস্কোপ > তৃণমূলের প্রচারে বেরোচ্ছেন, তবে এখনই সক্রিয় রাজনীতিতে আসতে চান না প্রমিতা

তৃণমূলের প্রচারে বেরোচ্ছেন, তবে এখনই সক্রিয় রাজনীতিতে আসতে চান না প্রমিতা

প্রমিতা চক্রবর্তী।

এ বারের চলতি বিধানসভা ভোটে বিজেপি-ত়ৃণমূলের প্রার্থীদের মধ্যে তারকাদের ছড়াছড়ি। প্রমিতা চক্রবর্তী নিজেও তৃণমূলের ছাতার তলায় রয়েছেন। তবু এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার বিষয়ে কিছু ভাবছেন না বলেই তিনি জানালেন।

নিজে প্রার্থী না হলেও তৃণমূলের হয়ে নিয়মিত প্রচারে বের হচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে শুরু করেছেন। তাঁকে কি খুব শীঘ্রই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? টলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ প্রমিতা চক্রবর্তী অবশ্য এই মুহূর্তে সক্রিয় রাজনীতিতে আসার বিষয়ে কিছু ভাবছেন না বলেই জানালেন।

এ বারের চলতি বিধানসভা ভোটে বিজেপি-ত়ৃণমূলের প্রার্থীদের মধ্যে তারকাদের ছড়াছড়ি। প্রমিতা নিজেও তৃণমূলের ছাতার তলায় রয়েছেন। তবু তাঁর মতে, ‘প্রত্যক্ষ রাজনীতি করতে গেলে নূন্যতম একটা বয়স, অভিজ্ঞতা, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, পড়াশোনা লাগে। এ গুলোর কোনওটা এখনও আমার হয়নি। তাই আপাতত সক্রিয় রাজনীতি নিয়ে কিছুই ভাবছি না। পুরোটাই সময়ের উপর ছেড়ে দিয়েছি।’ তা হলে কেন এত কষ্ট করে তৃণমূলের হয়ে নিয়মিত প্রচারে তিনি বের হচ্ছেন? প্রমিতা বলছিলেন, ‘শাসকদল আমাকে ডেকেছিল। না করতে পারিনি। তবে এই একটি মাধ্যম, কত সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়! প্রচারে বেরিয়ে মহিষবাথান সহ বেশ কিছু গ্রাম ঘুরলাম। এত দিন স্টেজ শো করতে গিয়ে হয়তো এই সব জায়গায় গিয়েছি। অনুষ্ঠান করেছি। চলে এসেছি। কিন্তু সাধারণ মানুষের কথা শোনা হয়নি। এ বার সেই অজ্ঞিজ্ঞতা হল। তাছাড়া, আমার কাঁধেও অনেকটা গুরু দায়িত্ব ছিল। শাসকদলের সঙ্গে জনতার যোগ স্থাপন। সেই কাজ করতে গিয়ে ওঁদের রোজের জীবন, চাওয়া-পাওয়ার কথা শুনলাম। এই অভিজ্ঞতা বলে বোঝানোর নয়।’ 

এত সবের পরও প্রমিতার একটা আফসোস রয়েছে। তাঁর মনের মানুষ রুদ্রজিৎ মুখোপাধ্যায়কে প্রচারের জন্য ডাকা হয়নি বলে। প্রমিতা অবশ্য বলছিলেন, ‘আসলে ও শ্যুটিং থেকে সময় বের করতে পারেনি। ডাকও পায়নি, এটাও ঠিক।’ এর সঙ্গেই তিনি যোগ করলেন, ‘কেন ও ডাক পেল না, এটা সত্যি আমার কাছেও ধোঁয়াশা!’

বন্ধ করুন