নতুন বছরের শুরুতেই খারাপ খবর দিলেন 'জগদ্ধাত্রী' ধারাবাহিক খ্যাত প্রেরণা ভট্টাচার্য। শুক্রবার সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'টেনশনে দিন কাটছে'। কিন্তু কী এমন হল তাঁর? হঠাৎ কেন স্যোশাল মিডিয়ায় এমন লিখলেন অভিনেত্রী? সে কথাও অবশ্য ওই ভিডিয়োতেই খোলসা করেছেন প্রেরণা।
অভিনেত্রী তাঁর মিনি ভ্লগের মাধ্যমে তাঁর জীবনের রোজনামচা -সহ নানা খুঁটিনাটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। বছরের শুরুতেই তাই নিজের বিপদের কথা ভক্তদের জানালেন প্রেরণা। কিন্তু হঠাৎ কী এমন হল তাঁর, যে এই পোস্ট? সেই প্রসঙ্গে অভিনেত্রী ভিডিয়োতেই সবটা জানিয়েছেন। আসলে তিনি যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাটেই কিছু সমস্যা হয়েছে আর তার জেরেই অস্থির হয়ে আছেন পর্দার 'সাংভি'।
আরও পড়ুন: মানালির সংসার ভাঙলেন সৃজলা? নেপথ্যের কারণ সুহোত্র! ব্যাপার কী?
তিনি একটা সময় খেয়লা করেন যে তাঁর ফ্ল্যাটের একটি দেওয়ালে নোনা ধরে গিয়েছে। আর ওই দেওয়ালেই তাঁদের সইচ বোর্ড, মিটার সব কিছু। তাই তড়িঘড়ি রাজমিস্ত্রি ডেকে দেওয়াল মেরামত করাবেন বলে ঠিক করেন। কিন্তু মিস্ত্রি এসে দেওয়াল চটাতেই বেরিয়ে আসে আসল সমস্যা।
প্রেরণার উপরের ফ্ল্যাটের যাঁরা থাকেন তাঁর বাথরুমের জল ওই দেওয়াল দিয়ে লিক করে ঢুকছে অভিনেত্রীর ফ্ল্যাটে। আর সেই জল দেওয়ালে থাকা মিটার বক্স থেকে সুইচ বোর্ড সব কিছুর ক্ষতি করছে। সেটা থেকে যে কোনও শট সার্কিটের মতো সময় বড় বিপদ ঘটে যেতে পারে, আর সেই আশঙ্কাতেই প্রচন্ড ভয় পেয়ে আছেন নায়িকা। তবে উপরের ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গে কথা বলে যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টাও করছেন তিনি।
তবে এই আকস্মিক বিপদে বড়সড় ক্ষতির আশঙ্কার পাশাপাশি অনেকখানি টাকা খরচেও একটা বিষয় রয়েছে। তাই সবটা নিয়েই বেশ দুশ্চিন্তায় অভিনেত্রী। তাঁর সেই চিন্তার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করতেই প্রেরণা ভিডিয়োটি পোস্ট করে। অভিনেত্রী ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘বছরের শুরুতেই বিশাল ধাক্কা খেলাম। টেনশনে দিন কাটছে রোজ।’
আরও পড়ুন: 'প্রেম এলে এবছর একাধিক প্রেমও করতে পারি তবে….', মাতৃত্ব থেকে কেরিয়ার, খোলামেলা আড্ডায় স্ব্স্তিকা
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতে অনুরাগীরাও তাঁর জন্য চিন্তিত হয়ে পড়েছেন। একজন লিখেছেন, ‘প্রেরণা বোকামি করবেন না, আপনি একজন সাহসী মেয়ে। আপনি অনেক প্রশংসা পাওয়ার যোগ্য, কারণ আপনি আপনার মা-বাবকে অনেক শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। চিন্তা করবেন না। নতুন বছর কেমন যাবে তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। দেখবেন এই বছরটাও আপনার খুব ভালো কাটবে। শুধু যাতে শট সার্কিট না হয় সেই দিকটা খেয়াল রাখুন, সতর্ক থাকুন।' আর একজন লেখেন, 'সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না।'
কাজের সূত্রে, প্রেরণার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল যীশু দাশগুপ্তের ‘ভোরের খুব কাছে’ ধারাবাহিকের নায়িকা হিসেবে। তারপর একাধিক মেগায় নজর কেড়েছেন তিনি। বর্তমানে তিনি ছোট পর্দার অতিপরিচিত এক মুখ। পাশাপাশি নায়িকা স্যোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও বহুদিন ধরে কাজ করছেন।