পুজোর বক্স অফিসে অন্যদের টেক্কা দিয়ে এক নম্বরে শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’। আবিরকে ছাপিয়ে এই ছবির লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির বক্স অফিস কালেকশন দেব-সৃজিতের টেক্কার চেয়ে কয়েক লক্ষ যোজন এগিয়ে বহুরূপী।
তিন দিন আগে ছবির অফিসিয়্যাল বক্স অফিস নম্বর সামনে এনেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ। তিন সপ্তাহে ছবির আয় ১১.০৪ কোটি টাকা। দীপাবলির মরসুমেও দর্শক হল ভরাচ্ছেন ডাকাত-পুলিশের এই গল্প রুপোলি পর্দায় দেখতে। উইন্ডোজের পুজোর ছবি ব্যস্ততার কারণে দেখে ওঠা হয়নি প্রসেনজিতের। দু-দিন আগে শিবপ্রসাদ স্বয়ং বুম্বাদার জন্য স্পেশ্যাল স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন।
ছবি দেখে শিবপ্রসাদে মুগ্ধ ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। অভিনেতা বলেলন, ‘পুরো মশালাটা আছে… দারুণ! আমি তো শেষে হাততালি দিয়েছি, চেঁচাচ্ছিলাম। এটা তো শাহরুখ খান… শাহরুখ খানের কামব্যাক’, এমন কথা বলতে বলতেই শিবপ্রসাদকে জড়িয়ে ধরেন বুম্বাদা। যা শুনে রীতিমতো লজ্জায় লাল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হলের বাইরে শিমুল পলাশ গানের স্টেপে নেচেও দেখালেন প্রসেনজিৎ। বোঝাই যাচ্ছে শিমুল-পলাশে মজেছেন বুম্বাদা।
এই ছবির সাফল্য নিয়ে এবিপি লাইভকে শিবপ্রসাদ বলছেন, 'রক্তবীজ আমাদের সাহস দিয়েছিল। আর 'বহুরূপী' সাফল্য দিল। উইন্ডোজ এরপরে আরও নতুন নতুন ছবি নিয়ে আসবে, নতুন গল্প বলবে। আমরা একটা কথাই বিশ্বাস করি, ছবির সাফল্যের জন্য তারকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় 'ছবির বিষয়'-এর।'
ছবির টানটান চিত্রনাট্য, অভিনয় থেকে গান-সবকিছুই সাড়া ফেলেছে। এই ছবির সঙ্গে অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে আবিষ্কার করল ইন্ডাস্ট্রি, এমনটাই মত টলিউডের।
সাফল্যের মাঝেও বক্স অফিস কালেকশন নিয়ে টেক্কার সঙ্গে বিরোধ যেন থামছে না। সম্প্রতি টেক্কা ছবিটির সাকসেস পার্টি অনুষ্ঠিত হয়ে গেল। সেখানেই দেখা যায় একটি ব্যানারে বড় বড় করে লেখা, 'দ্য বিগেস্ট অরগ্যানিক হিট অব দ্য ইয়ার।' সেই নিয়ে খোঁচা দিতে ছাড়েননি শিবপ্রসাদ ঘরণী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন।
মঙ্গলে এসভিএফ সিনেমার তরফে প্রকাশ্যে আনা হয়, সেই সিনেমা চেন থেকে ১.২৫ কোটি টাকা আয় করেছে বহুরূপী। সেই তথ্য শেয়র করে জিনিয়া লেখেন, 'অরগ্যানিক সংখ্যা প্রকাশ্যে আনল SVF সিনেমা। বহুরূপী ছবিটি SVF সিনেমাতেই কেবল ১.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই বছরের একমাত্র ছবি এটা করতে পেরেছে।'
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বক্স অফিসে টেক্কার কালেকশন ৪ কোটি ২০ লক্ষর আশেপাশে।