চলতি বছরই গাঁটছড়া বেঁধেছেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল। বছর খানেক সম্পর্কে থাকার পর, দুই পরিবারের উপস্থিতিতে এই বছর তাঁরা আইনি বিয়ে সারেন। রবিবার নিক্কো পার্কে অনুষ্ঠিত হওয়া তারার মতো জ্বলব কনসার্টে হাজির ছিলেন গায়িকাও। দর্শকাশনে বসেই শোনেন বেটার হাফের গান। আর তেমনি একটি ভিডিয়ো এদিন ভাইরাল হল।
কী ঘটেছে?
গত রবিবার, ৩ অক্টোবর কলকাতার নিক্কো পার্কে অনুষ্ঠিত হয়ে যায় অনুপম রায় ব্যান্ডের কনসার্ট তারার মতো জ্বলব। সেখানে লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন প্রশ্মিতা পালও। আনন্দবাজারের তরফে এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে দর্শকাশনে বসে আছেন গায়িকা। আর তখন মঞ্চে অনুপম হেমলক সোসাইটি ছবিটি থেকে এখন অনেক রাত গানটি গাইছেন। তিনি যখন সেই গানের 'বেঁচে আছি তোমার ভালোবাসায়' গান তখন প্রশ্মিতার মুখে লাজুক হাসি দেখা যায়। সেই ভিডিয়ো এদিন ভাইরাল হয়েছে।
অনুপমের কনসার্ট নিয়ে কী বললেন লগ্নজিতা এবং ইমন?
এদিন লগ্নজিতা চক্রবর্তী এদিন ফেসবুকের পাতায় যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে শোনা যাচ্ছে অনুপম রায় বাড়িয়ে দাও তোমার হাত, গভীরে যাও গানগুলো গাইছেন। তিনি এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'অনেক অনেক দিন পর ক্লাসিক্যাল বাইরে গিয়ে কোনও কনসার্ট দেখলাম।' তিনি ব্যান্ডের সদস্যেদের নাম ধরে ধরে প্রশংসা করেন তাঁর লেখায়।
অন্যদিকে ইমন চক্রবর্তী এদিন এক কনসার্ট প্রসঙ্গে এবিপি আনন্দকে জানিয়েছেন, 'যাঁর জন্য আমার কেরিয়ার এতটা এগিয়েছে তাঁর কনসার্ট দেখতে আসা সবসময়ই অন্যরকমের একটা অনুভূতির। ভালো লাগল ভীষণ।'
আরও পড়ুন: 'কী মনোমুগ্ধকর শো হল!' অনুপমের সুরে মাতল রবিবারের নিক্কো পার্ক, মুগ্ধ লগ্নজিতা-ইমনরা কী বলছেন?
তারার মতো জ্বলব কনসার্টে উপচে পড়েছিল অনুপম অনুরাগীদের ভিড়। এদিন শোতে কখনও গায়ককে বেঁচে থাকার গান গাইতে শোনা গিয়েছে। কখনও আবার জলফড়িং। বাদ যায়নি এখন অনেক রাত, বসন্ত এসে গেছে, ইত্যাদি।
অনুপম এবং প্রশ্মিতার সম্পর্ক
২০২১ দীর্ঘ ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। গত বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হন পিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়। এই বছর বন্ধু, সহকর্মী তথা প্রেমিকা প্রশ্মিতার গলায় মালা দেন অনুপম। ঘরোয়া ভাবেই বিয়ে করেন তাঁরা। যদিও তাঁদের রিসেপশনে বসেছিল চাঁদের হাট।