২ মার্চ সামাজিক মাধ্যমে ছবি দিয়ে বিয়ের ঘোষণা করলেন গায়ক অনুপম রায় ও তাঁর গায়িকা-পত্নী প্রশ্মিতা পাল। বর আর কনের ছবি মন কেড়ে নিয়েছে নিয়েছে নেট-নাগরিকদের। এলাহি আয়োজন নয়, বরং সাদামাঠা ভাবেই হয়েছিল আয়োজন। গোলাপি বেনারসি পরেছিল কেন। চুলে খোঁপা বাঁধা। তাতে গোঁজা ফুল। মানানসই সোনার গয়না। আর ‘বাউন্ডুলে ঘুড়ি’ গায়কের গায়েতে ছিল তসর রঙের পঞ্জাবি। যাতে গোলাপি সুতোর কাজ।
অনুপম রায়ের সঙ্গে বিয়ের ঘোষণা হওয়ার আগে অনেকেই জানতেন না প্রশ্মিতার পরিচয়। যদিও বাংলায় বহু বিখ্যাত গানের প্লে ব্যাক করেছেন তিনি। রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে) গাইতে দেখা গিয়েছে তাঁকে।
২০২৪ সালের জানুয়ারি মাসে দাদাগিরিতে এসেছিলেন প্রশ্মিতা। সেখানেই কথা প্রসঙ্গে শো-র সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন ৩ মাস জাপানে থাকার কথা। সৌরভ বেশ অবাক হয়েই প্রশ্ন করেছিলেন, ‘তুমি কি শো করতে জাপানে গিয়েছিলে?’ যাতে অনুপম-পত্নী থুরি প্রেমকা (তখনও তো বিয়ে হয়নি) জানিয়েছিলেন, গান গাওয়ার পাশাপাশি তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। কাজ করেন পিডব্লিউসি-তে। আর সেই সূত্রেই ৩ মাস ছিলেন জাপানে। থাকতেন সেখানকার ইয়কোহামা শহরে।
অনুপমের সঙ্গে এটা প্রথম বিয়ে নয় প্রশ্মিতারও। তিনি এর আগে ২০১৮ সালে বিয়ে করেছিলেন ডাক্তার পাত্র শৌনককে। তবে তা ভেঙে যায় করোনাকালে। সেই সময়ের আশেপাশেই (২০২১ সালে) বিবাহ বিচ্ছেদ হয়েছিল অনুপম আর প্রশ্মিতার। এরপর দুটো ভাঙা মন জোড়া লাগে। বেছে নেন প্রশ্মিতা একে-অপরকে। কাজের সূত্রে যে আলাপ, তা বন্ধুত্ব ছাড়িয়ে গড়ায় এসে প্রেম ও বিয়েতে।
গত বছর মার্চে অনুপম রায়ের জন্মদিনে অনুপম রায়ের ঘরোয়া পার্টির ছবি থেকেই প্রথমবার চর্চায় এসেছিল তাঁর আর প্রশ্মিতার প্রেমের কথা! সেখানে অনুপমের হাতেগোনা বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশ্মিতাও। পিয়ার সঙ্গে বিয়ে ভেঙেছে অনুপমের, অন্যদিকে প্রশ্মিতাও আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। দুইয়ে দুইয়ে চার করতে কেউ দেরি করেনি। তবে অনুপম জানিয়েছিলেন, প্রশ্মিতাকে তিনি এক দশক ধরে চেনেন, এই বন্ধুত্ব প্রেমের দিকে মোড় নিচ্ছে এমনটা নাকি নয়। যদিও বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেল সব হিসেব-নিকেশ।