প্রেম দিবসেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রতীক বব্বর এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়। নিকট আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতেই এদিন সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। আজকের দিনেই দুই বছর আগে, অর্থাৎ ২০২৩ সালের ভ্যালেন্টাইন্স ডের দিন নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন অভিনেতা। আর এদিনই তাঁরা প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হওয়ার শপথ গ্রহণ করলেন।
আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে এবার তাপসীর সঙ্গে স্বস্তিকা! কোন ছবিতে দেখা মিলবে তাঁদের?
প্রতীক এবং প্রিয়ার বিয়ে
বলিউডের রিসেন্ট ট্রেন্ড মেনে প্যাস্টেল কালার থিমে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। আইভরি রঙের পোশাক পরেছিলেন দুজনে। প্রিয়ার পরনে ছিল লেহেঙ্গা, অন্যদিকে প্রতীক পরেছিলেন শেরওয়ানি। ইতিমধ্যেই তাঁরা সাতপাকে বাঁধা পড়ার পর প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি।
প্রতীক এবং প্রিয়ার প্রথম বিয়ের ছবিতে দেখা গিয়েছে দুজন দুজনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন। এদিন বিয়ের এই ছবি পোস্ট করে প্রিয়া লেখেন, 'আমি আমার প্রতিটা জীবনেই তোমাকে বিয়ে করতে চাই।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো প্রতীক বব্বরের এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে সানিয়া সাগরকে বিয়ে করেছিলেন। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। ২০২৩ সালে ডিভোর্স হয়। অতীতে একটি সাক্ষাৎকারে প্রিয়ার বিষয়ে কথা বলতে গিয়ে প্রতীক জানিয়েছিলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার জীবনে প্রিয়াকে পেয়েছি। আমি অনেক ভুল করেছি, কিন্তু কিছু নিশ্চয় ভালো করেছি যে ওর মতো একজন আমার জীবনে এসেছে। আমি তখন সেপারেশনে, ওরও বাগদান ভেঙেছে। তো সেই সময় ২০২০ সালে আমি ওকে মেসেজ করি। এরপর যখন ওকে প্রথম চুমু খাই তখনই বুঝি খেলা শেষ। আমি বুঝে গেছিলাম যে ওই সেই মানুষটা। প্রথমে একটু দ্বিধায় ছিলাম যেহেতু আমি ডিভোর্সি, আর বিষয়টা একটু জটিল ছিল। কিন্তু ও আমার বাড়ি হয়ে ওঠে।'
আরও পড়ুন: জমাটি অ্যাকশনেও দুর্বল প্রথম ভাগ, শিউরে ওঠা সেকেন্ড হাফে তাক লাগালেন ভিকি! কেমন হল ছাবা?
প্রতীকের সৎ ভাই জানিয়েছেন যে তিনি নাকি তাঁর পরিবারের কাউকে এমনকি বাবা রাজ বব্বরকেও আমন্ত্রণ জানাননি বিয়েতে।