এক সময়ে বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন প্রতীক বব্বর এবং অ্যামি জ্যাকসন। ২০১১ সালে 'এক দিওয়ানা থা' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন প্রতীক এবং অ্যামি। ছবির শ্যুটিং চলাকালীনই পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। ২০১২ সালে এই সম্পর্কের কথা প্রকাশ্যেও স্বীকার করেছিলেন তাঁরা। পরবর্তী সময়ে অবশ্য তাঁদের বিচ্ছেদও হয়। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামির সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন প্রতীক। জানালেন, সেই বিচ্ছেদ কতটা গভীরভাবে প্রভাব ফেলেছিল টানে ব্যক্তিগত জীবনে।
ম্যাশেবল'স দ্য বোম্বে জার্নি-র নয়া পর্বে প্রতীক জানান 'এক দিওয়ানা থা' ছবিটি তাঁর কেরিয়ারে ভীষণ স্পেশ্যাল একটি ছবি। কারণ ওই ছবির মাধ্যমেই নিজেকে প্রথমবার একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে মনে হয়েছিল তাঁর। এখানেই থামেননি তিনি। প্রতীক আরও বলেন, 'ওই ছবির শ্যুটিং চলাকালীনই অ্যামির প্রেমে পড়ি। সম্পর্কে জড়াই। এরপর যখন বিচ্ছেদও হয় আমাদের, সেই সময়টি আমার জীবনের অন্যতম কঠিন সময় ছিল।বলা ভালো, জীবনের সেই পর্যায় ভীষণ অন্ধকার ছিল।তখন আমার বয়স মাত্র ২৫।সেই বয়সে হৃদয় ভাঙার কষ্ট অন্যরকমের। তো বিচ্ছেদের পর সবকিছু থেকে সরিয়ে নিয়েছিলাম নিজেকে। বলতে পারেন, স্রেফ গায়েব হয়ে গিয়েছিলাম।'
এর আগে ২০১২ সালে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতীক স্বীকার করেছিলেন তাঁর আর এমির সম্পর্কের কথা। বলেছিলেন, 'আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর নারী অ্যামি। ওঁর হৃদয়ও ততটাই সুন্দর।'
২০১৭ সালে ডিএনএ -কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতীক প্রসঙ্গে অ্যামি জানিয়েছিলেন, তাঁদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই। এমনকি কথাও পর্যন্ত হয় না। 'এমন নয় যে প্রাক্তনের সঙ্গে আমার বন্ধুত্ব রাখার জেতে আপত্তি রয়েছে। কিন্তু আমাদের ব্রেক আপের পর আজ পর্যন্ত সত্যিই প্রতীক আর আমার কোনও কথা হয়নি।' প্রসঙ্গত বর্তমানে সানিয়া সাগরের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন প্রতীক। অন্যদিকে, ফিয়ান্সে জর্জ পানায়িওটোর সঙ্গে নিজেদের প্রথম সন্তান অ্যান্ড্রিয়াস-কে গত বছরই স্বাগত জানিয়েছেন অ্যামি।