বাংলা নিউজ > বায়োস্কোপ > অজয় দেবগনের নয়া ওয়েব সিরিজে একসঙ্গে হাজির হচ্ছেন 'হর্ষদ মেহতা' এবং ‘জে কে’

অজয় দেবগনের নয়া ওয়েব সিরিজে একসঙ্গে হাজির হচ্ছেন 'হর্ষদ মেহতা' এবং ‘জে কে’

অজয়ের নতুন থ্রিলারে মুখ্যভূমিকায় দেখা যাবে প্রতীক এবং শারিব হাশমি-কে। (ছবি সৌজন্যে- হিন্দুস্তান টাইমস)

ফের একবার অজয় দেবগনের প্রযোজনায় নতুন ওয়েব সিরিজ 'সিক্স সাস্পেক্টস'-এ হাজির হচ্ছেন 'হর্ষদ মেহতা' ওরফে প্রতীক গান্ধী। সঙ্গে দেখা যাবে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা 'জে কে' ওরফে শারিব হাশমি-কে।

'স্ক্যাম ১৯৯২' এর পর ফের একবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন 'হর্ষদ মেহতা' ওরফে প্রতীক গান্ধী। নাম 'সিক্স সাস্পেক্টস'। ২০১৬ সালে প্রকাশিত হওয়া বিকাশ স্বরূপের লেখা এই বেস্ট সেলারের ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। বলাই বাহুল্য 'স্ক্যাম ১৯৯২' -এ প্রতীকের দুর্ধর্ষ পারফরমেন্সের পর এই অভিনেতাকে ঘিরে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে। এবার জানা গেল অজয় দেবগনের প্রযোজনায় 'সিক্স সাস্পেক্টস' নামের ক্রাইম থ্রিলারে স্ক্রিনে মুখ দেখাবেন প্রতীক। বলাই বাহুল্য ওয়েব সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে থাকবেন তিনি।

তবে এই ওয়েব সিরিজে প্রতীকের সঙ্গে দেখা যাবে 'ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেতা 'জে কে' ওরফে শারিব হাশমি-কে। এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রতীক এবং শারিব, তাই স্বাভাবিকভাবেই এই খবর শুনে নড়েচড়ে বসেছে বলিউড। সূত্রের খবর, সিরিজে অন্যতম গুরুত্বপূর্ণ চুরিতে দেখা যাবে 'জে কে'-কে। অন্যদিকে, প্রতীকের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকছেন রিচা চাড্ডা। এছাড়াও রয়েছেন রঘুবীর যাদব, আশুতোষ রানার মতো জাঁদরেল বলি-অভিনেতারা।

গত ফেব্রুয়ারি থেকেই প্রখ্যাত বলি-পরিচালক তিগমাংশু ধুলিয়ার নির্দেশনায় জোরকদমে শুটিং শুরু হয়ে গেছিল 'সিক্স সাস্পেক্টস'-এর। দিল্লি, জয়সলমীর, এলাহাবাদ, যোধপুরের বিভিন্ন লোকেশনে এই ক্রাইম থ্রিলারের শুটিং শেষ হয়েছে। বর্তমানে মুম্বইয়ে চলছে এই ওয়েব সিরিজের বেশ কিছু সিকোয়েন্সের শুটিং। তবে এরপরেও বাকি থাকবে কাজ। সেই দফার শুটিং অবশ্য মুম্বইয়ের বাইরেই রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে সারা হবে সেসব অংশের শুটিং।

'সিক্স সাস্পেক্টস' এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় দেবগন এবং প্রীতি সিনহা। 'আন্দাজ আপনা আপনা' ছবির প্রয়াত প্রযোজক বিনয় সিনহার কন্যা প্রীতি। উল্লেখ্য, 'সিক্স সাস্পেক্টস' এর পাশাপাশি এই লেখকের ' দ্য অ্যাক্সিডেন্টাল অ্যাপ্রেন্টিস' বইটিরও স্বত্ব কিনে নিয়েছেন অজয় এবং প্রীতি। উল্লেখ্য এই লেখকেরই ' কোয়েশ্চেন অ্যান্ড অ্যানসার' বইয়ের গল্প অনুযায়ী অস্কার বিজয়ী পরিচালক ড্যানি বয়েল তৈরি করেছিলেন 'স্লামডগ মিলিওনেয়ার।'

বায়োস্কোপ খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.