হিন্দিতে তো একাধিক কপ ইউনিভার্স তৈরি হয়েছে। এবার পালা বাংলার। প্রতিম ডি গুপ্তর পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি চালচিত্র। এটাই বাংলার প্রথম কপ ইউনিভার্স হতে চলেছে। আর এখানেই তিনি টলিউডের সঙ্গে বলিউড এবং ঢালিউডকে মিলিয়ে দিয়েছেন। কীভাবে? একই ছবিতে তিনি বাংলার টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে আনছেন বলিউডের শান্তনু মাহেশ্বরী এবং ঢালিউডের জিয়াউল ফারুক অপূর্বকে।
আরও পড়ুন: মহালয়ায় আসছে মমতার লেখা-সুরে তৈরি অ্যালবাম অঞ্জলি! রয়েছে রাঘব - বাবুল সহ কোন গায়কদের গান?
চালচিত্র ছবি প্রসঙ্গে
জানা গিয়েছে প্রতিম ডি গুপ্তর আসন্ন ছবিতে উঠে আসবে কলকাতার বুকে একের পর এক খুনের তদন্তে নামবেন পুলিশবাহিনী। আর সেই পুলিশবাহিনীতে চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। নারীদের নিরাপত্তার কথা উঠে আসবে এখানে। পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুনের তদন্তকে ঘিরে এগোবে গল্প। এই ছবিতে একটি রহস্যময় চরিত্রে ধরা দেবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এই ছবির মাধ্যমে তিনি টলিউডে পা রাখবেন।
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। জানা গিয়েছে বড়দিনের ছুটির সময় মুক্তি পেতে পারে এই থ্রিলার ছবিটি।
চালচিত্র প্রসঙ্গে পরিচালক প্রতিম আনন্দবাজারকে জানিয়েছেন, 'শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরোনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই ছবি।'