ইন্ডাস্ট্রিতে বিয়ের খবর যেমন ঝড়ের গতিতে ছড়িয়ে যায় তেমনি ছড়িয়ে যায় ডিভোর্সের খবর। এই বছর সমাজ মাধ্যমে নিজের ডিভোর্সের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা। যদিও দুই সন্তানের সঙ্গে প্রায়শই ছবি পোস্ট করতে দেখা যায় তাঁদের।
তবে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করলেই মাঝেমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয় পৃথাকে। যদিও সেই সমস্ত কটাক্ষের সব সময় সঠিক জবাব দিতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এবার যে কটাক্ষের সম্মুখীন হতে হল তাঁকে, তার জবাবে একটি লম্বা পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
চলতি বছর বিজয়ার দিন দেবী বরণ করে নিজের সিঁদুর মাখা ছবি পোস্ট করেছিলেন পৃথা। ছবি পোস্ট করতেই বিভিন্ন রকম কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। সমাজ মাধ্যমে এই উপহাসের পাল্টা জবাবে পৃথা একটি পোস্ট করে লেখেন, সিঁদুর মেখে একটি ব্যঙ্গাত্মক মুখের ছবি পোস্ট করেছিলাম। নিতান্তই মজা করে দিয়েছিলাম। মাকে বরণ করার ছবি।
অভিনেত্রী লেখেন, এরপরেই কিছু মানুষের মনে প্রশ্ন এল, আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে, আমি কেন সিঁদুর শাখা পলা পরেছি? কারণ এটা আমার ইচ্ছা। দ্বিতীয়ত আমার ডিভোর্স হয়েছে বলে আমি সিঁদুর পড়তে পারবো না এর কোনও মানে নেই।
তৃতীয়ত, আমরা মেনে চলি মা দুর্গাকে বরণ করা মানে পরিবারের সকলের মঙ্গল চাওয়া। তাই আমি আমার দুই সন্তান এবং তাদের বাবার মঙ্গল চাই বলেই বরণ করেছি। কেউ যদি আমার শাখা সিঁদুর পড়ায় আপত্তি জানেন তাহলে তাদের বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখনও আমাদের সন্তানদের বাবা-মা, এটাই আমার কাছে শেষ কথা। যেমন ভাবে মাকে বরণ করি তেমনভাবেই করব।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
সবশেষে পৃথা লেখেন, বিশ্বাস করুন, আমার খুব ভালো লাগে এই সমস্ত মন্তব্য পড়তে। আমি মনে করি এর মধ্যে অনেকেই আছেন যারা আমার সঙ্গে রাস্তায় সেলফি তোলার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রোল করবেন কারণ আপনারাই আমার ফলোয়ার্স। তবে আস্তে আস্তে ট্রোল করুন তাড়াহুড়ো করবেন না।
এই একটি পোষ্টের মাধ্যমেই পৃথা বুঝিয়েছেন তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে ভীষণ সচেতন। স্বামীর সঙ্গে একসাথে না থাকলেও তিনি সুদীপের মঙ্গল কামনায় সবসময় শাখা সিঁদুর পড়বেন এবং দেবী দুর্গাকে বরণ করবেন।