এই মুহূর্তে বাংলার অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলেন প্রীতি সরকার। তাঁর করা মজার রিল হোক বা মেকআপ টিউটোরিয়াল কিংবা কোনও অনুপ্রেরণামূলক পোস্ট সবই ভীষণ ভাবে ভাইরাল হয়। নজর কাড়ে দর্শকদের। আর এ হেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্প্রতি একটি বিশাল মাইলফলক ছুঁয়ে ফেললেন।
আরও পড়ুন: বক্স অফিস জুড়ে দাপট ভিকির! ৩ দিনেই টপকে গেল ১০০ কোটি, রবিতে কত আয় করল ছাবা?
কী ঘটেছে?
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রীতি সরকার ৫ লাখ ফলোয়ারের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। এখন সেই সংখ্যা ৫২৭ হাজার। আর সেই উপলক্ষে এদিন তিনি তাঁর কলকাতার সহ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং বন্ধুদের সঙ্গে এই বিশেষ আনন্দের দিন উদযাপন করলেন। আনন্দে ভাসলেন।
প্রীতি সরকারের এই পার্টিতে এদিন হাজির থাকতে দেখা যায় লাফটারসেন, মিস দত্ত, প্রেরণা দাস, সোহম সিনহা, স্বর্ণদীপ, জয়দীপ্ত ঘোষ, শুভদীপ গুহ রায়, সোনালী মিত্র, প্রমুখদের। তাঁদের হাসি, ঠাট্টা, আলোচনা, কেক কেটে সন্ধ্যা আসর জমাতে দেখা যায় ভিডিয়োতে।
উদযাপনের এই ভিডিয়োর সঙ্গে একটি ছোট লেখাও লেখেন প্রীতি। সেখানে তিনি লেখেন, 'আমরা করে দেখালাম। ৫০০ হাজার! দুর্দান্ত! আমার কাছে এই মুহূর্তটা এখনও অবাস্তব মনে হচ্ছে। আর এটা সম্ভব হতো না আপনাদের ছাড়া। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার এবং উৎসাহ আমাকে এই মাইলস্টোন ছুঁতে সাহায্য করল। আমি কৃতজ্ঞ যে এমন একটা দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে পেরেছি। এটা খালি আমার জয় নয়। এটা আমাদের জয়।'
আরও পড়ুন: কে প্রথম কাছে এসেছির পর ফের ছোট পর্দায় ফিরছেন মোহনা! নায়ককে কে?
এদিন তিনি আরও লেখেন, 'আমার চারপাশে এদিন তেমন কিছু মানুষ ছিল যারা আমায় উৎসাহ জোগায়, প্রতিদিন বাড়তে সাহায্য করে, একে অন্যের সাফল্য উদযাপন করে। এই সফরটা কঠোর পরিশ্রম, ভালোবাসা এবং সংযম দিয়ে তৈরি। আর বিশ্বাস করুন এটা সবে শুরু।'
এদিন অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এই মাইলফলক ছোঁয়ার জন্য।