সন্তানসম্ভবা বিপাশা বসু। প্রখম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন করণ সিং গ্রোভার এবং বিপাশা। বৃহস্পতিবার বাপের বাড়িতে মায়ের হাতে ‘সাধ’ খেলেন বিপাশা। বাঙালিদের অন্তঃসত্ত্বা মহিলাদের মূলত ‘সাধ’ দেওয়ার চল রয়েছে। হবু মাকে পছন্দের খাবার সাজিয়ে খেতে দেওয়া হয়, আগত সন্তানকে এবং হবু মাকে আশীর্বাদ করেন বাড়ির বড়রা।
দুধে আলতা রঙের শাড়ি, চওড়া করে কপালে সিঁদুর, গা ভর্তি গয়না পরে স্বাদ খেতে বসেছেন অন্তঃসত্ত্বা বিপাশা। টেবিলের উপর সাজানো হরেক রকমের খাবার। ভাত আর পঞ্চাশ ব্যঞ্জন সাজিয়ে সাধ দেওয়া হয়েছে তাঁকে। বাপের বাড়ির স্বাদ অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার করে বিপাশা লেখেন, ‘আমার সাধ ধন্যবাদ মা। #mamatobe #shaadh #mymommyisthebest.’ বিপাশার মা মমতা বসু এবং শাশুড়ি দীপা সিং তাঁর জন্য আরতি করেন এবং ভিডিয়োতে দেখা গিয়েছে, বিপাশার কপালে তিলক পরিয়ে দেন। আরও পড়ুন: সাদা ক্রপ টপ, ট্রাউজারে বিমানবন্দরে ক্যাজুয়াল লুকে সুহানা! ফিরলেন লন্ডন থেকে
বিপাশা কয়েকটি ছবিও শেয়ার করেছেন, যেখানে তিনি তাঁর মা এবং স্বামীর সঙ্গে পোজ দিয়েছেন। বিপাশার বেবি বাম্পে হাত দিয়ে আগলে রেখেছেন করণ, সেই ছবিও শেয়ার করেছেন হবু মা। তাঁর চেহারায় মাতৃত্বের আভা। মা আর শাশুড়ির আদরে আহ্লাদে ভাসেন অন্তঃসত্ত্বা নায়িকা। আরও পড়ুন: প্রাক্তনের নাচ দেখে প্রশংসায় ভরালেন উরফি! তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন পরশের?
অগস্টেই সন্তান আসার খবর দিয়েছেন বিপাশা আর করণ। বিপাশা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘একটা নতুন সময়, একটা নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা স্বতন্ত্র ভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম। তার পর একে অপরকে খুঁজে পাই। তখন দু'জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু'জনের জন্য এত ভালোবাসা, বিষয়টা একটু অন্যায় হয়ে যাচ্ছে… তাই খুব শীঘ্রই আমরা দুই থেকে তিন হব।’ আরও পড়ুন: 'সংবেদনশীল এবং দুর্বল' সেলিব্রিটিদের সামলাতে বিচারক হিসেবে একটা কাজ করেন করণ
ভালোবেসে বিয়ে করেন বিপাশা এবং করণ। ২০১৬ সালে বাঙালি রীতি মেনে সাত পাক ঘোরেন তাঁরা। ব্যক্তিজীবনকে আগাগোড়াই আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন তারকা-দম্পতি। বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দু'বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তাঁর সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দু'জনের বিয়ে নিয়ে চর্চাও নেহাত কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে তুড়িতে উড়িয়ে দিব্যি রয়েছেন তাঁরা। পরিবারে নতুন সদস্য আসাক অপেক্ষায় দু'জনেই।