বলিউড অভিনেতা রণবীর সিং পরিচালক আদিত্য ধরের সঙ্গে তার প্রথম সিনেমার কথা ঘোষণা করেছেন। শনিবার রণবীর একটি ছবির কোলাজ পোস্ট করে আদিত্য পরিচালিত তাঁর আসন্ন ছবি নিয়ে কথা বলেন। এই ছবিতে আরও রয়েছেন সঞ্জয় দত্ত ও আর মাধবন।
সঞ্জয়-মাধবনের সঙ্গে ছবি শেয়ার করলেন রণবীর
সাদা-কালো ছবির কোলাজে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না, আদিত্য এবং অর্জুন রামপাল। তাদের সবার পরনে ছিল কালো পোশাক এবং তাদের মুখে বিষণ্ণ ভাব। রণবীর অবশ্য সিনেমা বা তার মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে গিয়ে পোস্টারটি পুনরায় শেয়ার করেছেন।
আরও পড়ুন: অগস্টে স্নেহাশিস-অর্পিতার রিসেপশন, অফিসের কাজে কলকাতায় সৌরভ-কন্যা সানা, যাবেন জ্যেঠুর বিয়েতে?
রণবীর সিং-এর পোস্ট:
পোস্টটি শেয়ার করে রণবীর টুইটারে লিখেছেন, ‘এটা আমার ভক্তদের জন্য। যারা এতদিন অধীরে অপেক্ষা করেছেন এরকম কিছুর জন্যই। আমি আপনাদের ভালোবাসি। আর কথা দিচ্ছি না ভোলার মতো সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হবে আপনাদের। এমন অভিজ্ঞতা হবে যা আগে কখনো হয়নি। আপনাদের আশীর্বাদ নিয়ে এই মোশন পিকচারের কাজ শুরু করছি পুরো উৎসাহের সঙ্গে। এবার এটি পুরোপুরি ব্যক্তিগত।’
আরও পড়ুন: ভাঙা গাল, গলায় জুতোর মালা, এক কী চেহারা হয়েছে শিবপ্রসাদের, বহুরূপীর ফার্স্ট লুকে বড় ধামাকা
পরিচালক সিদ্ধার্থ আনন্দ পোস্টার দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং লিখেছেন, ‘এটি নিয়ে উত্তেজিত!!’ সঞ্জয় (দত্ত) পোস্টারটি রিটুইট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘অ্যান্ড হিয়ার উই কাম (ফায়ার ইমোজি) #AdityaDhar পরিচালিত, #JioStudios এবং #B62Studios সহযোগিতায় তৈরি, এমন একটি দুর্দান্ত কাস্ট দিয়ে চমকে দেওয়ার জন্য প্রস্তুত যা আগে কখনও হয়নি।’ অর্জুনও (রামপাল) টুইটটি পুনরায় পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘এটি সেই যাত্রা হতে চলেছে যা একজন অভিনেতা স্বপ্ন দেখেন..... এবং হিয়ার উই কাম (ফায়ার ইমোজি)।’
আরও পড়ুন: বাবা স্নেহাশিসের দ্বিতীয় বিয়েতে আসেননি সৌরভের ভাইঝি স্নেহা, এবার কী বার্তা মমের?
গত কয়েক মাসে রণবীরের বেশ কয়েকটি ছবি বন্ধ হয়ে যাওয়ার খবরের পরে আসল এই ঘোষণা। বন্ধ হয়ে যাওয়া প্রোজেক্টগুলি হল প্রশান্ত বর্মার 'রাক্ষস', এস শঙ্করের 'আন্নিয়ান'-এর রিমেক, বাসিল জোসেফের শক্তিমান, করণ জোহরের 'তখত' এবং সঞ্জয় লীলা বনশালির 'বৈজু বাওরা'।
রণবীরের অন্যান্য ছবি এছাড়াও
কয়েক মাসের মধ্যে ফারহান আখতারের 'ডন থ্রি'তে দেখা যাবে রণবীরকে। অজয় দেবগন, কারিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ এবং শ্বেতা তিওয়ারির সঙ্গে রোহিত শেঠির 'সিংহাম এগেইন' সিনেমাতেও দেখা যাবে তাঁকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের পরিচালনায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।
এদিকে সেপ্টেম্বরেই দীপিকা পাড়ুকোনের অনাগত সন্তানের জন্ম নেওয়ার কথা রয়েছে। প্রথম থেকেই চর্চায় এই প্রেগন্যান্সি। বাচ্চা নেওয়ার ঘোষণার ঠিক আগে দুজনের ডিভোর্সের খবর রটেছিল। এমনকী, কেউ কেউ দাবি করতে থাকেন দীপিকার বেবি বাম্প ভুয়ো। আসলে সারোগেসির মাধ্যমে মা হচ্ছেন তিনি।