জানুয়ারি মাসেই সুখবর শেয়ার করেছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। মা-বাবা হতে চলেছেন এই টেলি দম্পতি। এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। হবু সন্তানের অপেক্ষায় ‘শ্বশুরাল সিমর কা’ খ্যাত নায়িকা। এর মাঝেই বড় ধাক্কা শোয়েবের পরিবারে।
শোয়েব-দীপিকার পাশাপাশি শোয়েবের বোন সাবা ইব্রাহিমও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। ইউটিউবে তাঁর ফলোয়ার সংখ্যা জানলে চোখ কপালে উঠবে। দীপিকার মা হতে চলার সুখবর খবর সামনে আসবার মাস কয়েকের মধ্যেই জানা গিয়েছিল আরও এক ছোট্ট অতিথি আসছে পরিবারে। অন্তঃসত্ত্বা শোয়েবের বোন সাবাও। কিন্তু নিজের সাম্প্রতিক ভ্লগে অনুরাগীদের সঙ্গে অত্যন্ত দুঃখজনক ঘটনার কথা ভাগ করে নিলেন সাবা। ইউটিউবার এবং তাঁর স্বামী খালিদ নিয়াজ ওরফে সানি জানান, সাবার শারীরিক জটিলতার কারণে হবু সন্তানকে হারিয়ে ফেলেছেন তাঁরা। মিসক্যারেজ হয়েছে সাবার।
সন্তান হারানোর যন্ত্রণা স্বামী-স্ত্রীর চোখেমুখে। ভিডিয়োতে সাবার স্বামী বলেন, গত ৮ তারিখ সাবার আলট্রাসনোগ্রাফির তারিখ ছিল, তার আগে থেকেই কিছু শারীরিক সমস্যার জন্য বেড রেস্টে থাকার পরামর্শ পেয়েছিলেন সাবা। সব বিধিনিষেধ মেনেও চলছিলেন। কিন্তু ওইদিন চিকিৎসকের কাছে গিয়ে এমন দুঃসংবাদ মিলবে দুঃস্বপ্নেও আশা করেননি তাঁরা। গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন ওঠা-নামা করছে, এই নিয়ে আগেই সাবাকে সতর্ক করেছিলেন চিকিৎসক। ওইদিন জানান তাঁর হবু সন্তানের হৃদস্পন্দন থমকে গিয়েছে সাবার শরীরের অন্দরেই। কান্না থামেনি সাবার। তবে মনশক্ত রাখার চেষ্টা করছেন তিনি।
গত বছর নভেম্বরেই ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন সাবা-সানি। মানসিকভাবে বিপর্যস্ত হলেও এখন সাবার শারীরিক পরিস্থিতি ঠিক রয়েছে জানান সানি। সাবা বলেন,'আমি সত্যি জানি না কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করব। সানি মন শক্ত রেখেছে, তবে আমি জানিও ভিতর থেকে ও কতটা যন্ত্রণা পাচ্ছে। এটাই হয়ত আল্লাহ মর্জি ছিল, তাই মেনে নিয়েছি। আপনারাও অনেক দুয়া করেছিলেন, কিন্তু তা কাজে এল না। তবে আমি এখন ভালো থাকার চেষ্টা করছি'।
একদিকে যেমন সাবার সন্তান হারানোর খবরে শোকের ছায়া পরিবারে, তেমনই দীপিকার সন্তানের অপেক্ষায় দিন গুণছে সকলে। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা।
পঞ্চম বিবাহবার্ষিকীর আগেই মা-বাবা হতে চলার আনন্দ সংবাদ ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। বাবা-মা হতে চলার খবর জানিয়ে দীপিকা ও শোয়েব সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমরা আনন্দ, উত্তেজনা, কৃতজ্ঞতা ও কিছুটা ভয়, এই সব অনুভূতির সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবনে প্রথম সন্তান আসতে চলেছে। শীঘ্রই আমরা বাবা-মা হব। আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কাম্য।’