Koel Mallick: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের
Updated: 11 Oct 2024, 07:15 PM ISTKoel Mallick: দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। আরজি কর আবহে চলতি বছর জনগণের জন্য বন্ধ মল্লিক বাড়ির দরজা। তবে ১০০তম বর্ষে কেমন হয়েছে মল্লিক বাড়ির মাতৃপ্রতিমা,ঝলক দেখালেন কোয়েল।
দেবীপক্ষের সূচনাতেই সুখবর দিয়েছিলেন কোয়েল। দ্বিতীয়বার মা হতে চলেছেন এই টলি সুন্দরী। মহাষ্টমীর দিন চার বছরের ছেলে কবীরের সঙ্গে হুল্লোড় আর হইচই-তে মাতলেন হবু মা।
পরবর্তী ফটো গ্যালারি