গত বছরের জানুয়ারিতে সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন মাসাবা গুপ্তা। তাঁরা এপ্রিলে ঘোষণা করেন যে খুব শীঘ্রই তাঁরা তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষায়।
সন্তান আসা মানেই মায়ের শরীরে চলে নানান পরিবর্তন। আর তাতে বাদ যাননি পেশায় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তাও। স্বামী-অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে তিনি অপেক্ষা করছেন কবে কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তিনি তাঁর ত্বকের অবস্থার ছবি পোস্ট করে দেখিয়েছেন সকলকে। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেন কিভাবে গর্ভাবস্থায় তিনি প্রতি সপ্তাহে তিনি বডি অ্যাকনে বা শরীরে ব্রণর সম্মুখিন হচ্ছেন। তবে তিনি এতে একটুও বিচলিত নন। উল্টে তিনি মনে করছেন এটি ভালোবাসার চিহ্ন।
আরও পড়ুন: (অ্যাঞ্জেলিনা জোলি থেকে যুবরাজ সিং: ক্যানসারকে তুড়ি মেরে সুস্থ জীবনযাপন করছেন যাঁরা)
মাসাবা তার শরীরের ব্রণের ছবি শেয়ার করেছেন
মাসাবা তাঁর শরীরে ছেয়ে যাওয়া অংশ দেখিয়ে নিজের একটি ক্রপ করা ছবি পোস্ট করেছেন। ছবিতে, শুধুমাত্র মাসাবার কাঁধে দেখা যাচ্ছে যে তিনি একটি হীরার নেকলেস এবং একটি সাদা স্নানের পোশাক পরেছেন। মাসাবা একটি লাল হৃদয় ইমোজি যোগ করেছেন।
মাসাবা একে 'বেবি কিস' বলেছেন
তিনি একটি নোটও লিখেছেন। এতে লেখা ছিল, ‘আমার গর্ভাবস্থা জুড়ে আমি শরীরে একটি করে নতুন ব্রণ পেয়েছি যা একটি করে চিহ্ন রেখে যাচ্ছে -- প্রতি দু'সপ্তাহে। আগে এটাতে আমি বিরক্ত হতাম কিন্তু এখন আমি ওদের নাম পরিবর্তন করে 'বেবি কিস' রেখেছি। এটি সৃষ্টির চিহ্নস্বরূপ দেখা দিয়েছে হয়তো। যদি আপনি একই রকম কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি একা নন (লাল হার্ট ইমোজি)।
আরও পড়ুন: (কল্কি দেখে বিস্মিত রজনীকান্ত, বললেন ‘পার্ট-২ এর অপেক্ষায় আছি’)
মাসাবা ও সত্যদীপের কথা
মাসাবা এবং সত্যদীপ ২০২৩ সালের জানুয়ারিতে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন তাঁর মা নীনা গুপ্তা , বাবা ভিভিয়ান রিচার্ডস এবং সৎ বাবা বিবেক মেহরাও।
সন্তানের খবর শেয়ার করে মাসাবা এপ্রিল মাসে ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি লেখেন, ‘অন্য সংবাদে - দুটি ছোট পা আমাদের জীবনে আসছে! অনুগ্রহ করে ভালবাসা, আশীর্বাদ এবং কলার চিপস পাঠান (শুধু নুন দেওয়া) #babyonboard #mom & dad।’ প্রথম ছবিটি ছিল একটি গর্ভবতী মহিলার। পরের ছবিতে মাসাবাকে সত্যদীপের কাঁধে মাথা হেলান দিয়ে দেখা যাচ্ছে।
মাসাবা এর আগে প্রযোজক মধু মানতেনাকে বিয়ে করেছিলেন। এই দম্পতি ২০১৫ সালের জুনে বিয়ে করেন এবং ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। সত্যদীপ এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত অভিনেতা অদিতি রাও হায়দারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। একজন অভিনেত্রী হিসাবে, তিনি নো ওয়ান কিলড জেসিকা, টাইগারস এবং বোম্বে ভেলভেটের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি নেটফ্লিক্স শো মাসাবা মাসাবা দিয়ে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং প্রাইম ভিডিয়োর সিরিজ মডার্ন লাভ: মুম্বইতেও অভিনয় করেছিলেন।