গর্ভে বেড়ে উঠছে প্রথম সন্তান! তবুও থেমে নেই রূপসা। বেবি বাম্প নিয়ে ট্রেন্ডিং গানে পা মিলিয়েছেন অভিনেত্রী। পর্দায় সেভাবে দেখা না গেলেও বর্তমানে স্যোশাল মিডিয়াতেই নিজের নানা মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে নিচ্ছেন নায়িকা। তবে গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে হবু মা-র শরীর ও মনে পরিবর্তনের ঝড় বয়ে যায়। যার অন্য়তম হল প্রেগন্যান্সি ক্রেভিং। তাই গর্ভবতী রূপসা এবার প্রেগন্যান্সি ক্রেভিং মেটাতে রাস্তাতে নেমে নিজেই কিনলেন আচার।
চলতি বছর পুজোর সময় সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ। বিয়ের একমাসের মধ্যেই দেন সুখবর। বৃহস্পতিবার শিশুদিবসে প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তাঁর এই প্রেগন্যান্সি জার্নিতে তিনি যে আচারে মজেছেন তা বলাই যায়। তাঁর বর সায়নদীপ নায়িকার আবদার মেটাতে মাঝে মাঝেই নাকি তাঁকে আমসীর আচার এনে খাওয়ান। তবে শনিবার হল একটু ব্যতিক্রম। তাঁর বাড়ির সামনে সকাল সকাল এসে হাজির হলেন আচার বিক্রেতা স্বয়ং। আর অভিনেত্রী তাঁর থেকে আচার কিনে খেয়ে নিজের রসনা তৃপ্তি করলেন। আচার কেনার সেই ভিডিয়োও সমাজমাধ্যমে পাতায় ভাগ করে রূপসা ক্যাপশনে লেখেন, ‘কে কে আচার খেতে ভালোবাসো?’
আরও পড়ুন: বেবি বাম্প নিয়েই ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ রূপসার! প্রকাশ্যে আসতেই ভাইরাল ভিডিয়ো
এই ভিডিয়োর শুরুতেই দেখা যায় আচার বিক্রেতা তাঁর বাড়ির সামনেই আচার বিক্রি করতে এসেছে। এরপর মায়ের সঙ্গে নানা স্বাদের আচার চেখে দেখে পছন্দের আচার কিনে নেন নায়িকা। তিনি জানান, তাঁর ও তাঁর মায়ের মিষ্টি আচার পছন্দ। তাই সেই মতো দুটি মিষ্টি স্বাদের আচার কেনেন তাঁরা। সঙ্গে বাবার পছন্দের ঝাল আচার কিনতেও ভোলেন না নায়িকা।
আরও পড়ুন: গাব্বার মাঠে সারা! শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জনে কি সিলমোহর দিলেন সচিন-কন্যা?
তবে এর পাশাপাশি তিনি এও জানান যে, এই আচার কিনতে এসে তিনি সবচেয়ে বেশি মিস করছেন সায়নদীপকে। কারণ সায়নদীপই নায়িকার জন্য তাঁর পছন্দের আমসীর আচার কিনে আনেন। সঙ্গে নায়িকা এও জানান যে, তিনি শীতের রোদ গায়ে মেখে ছাদে বসেই এইসব আচারের স্বাদ নেবেন।
তাঁর এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘তোমাদের খাওয়া দেখে, আমার জিভে জল চলে এসেছে।’ আবার তাঁর আর এক অনুরাগী লেখেন, 'প্রেগনেন্ট অবস্থায় এগুলো খাওয়া ঠিক না।'
প্রসঙ্গত, গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। সামাজিক বিয়ের দিন কয়েক আগেই প্রেগন্যান্সির খবর জানতে পারেন রূপসা।