বহু বছরের বিরতি, ফের পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা! সঙ্গী সানি দেওল। সৌজন্যে, ‘লাহোর ১৯৪৭’। বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এমনই গুঞ্জন। গত ২৪ জানুয়ারি বুধবার লুক টেস্টের পর মুম্বইয়ের এক স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে। তারপরই প্রীতি জিন্টার কামব্যাকের খবর ছড়িয়ে পড়ে।
৯০-এর দশকের শেষ থেকে ২০০০-এর শুরুর দিকে বলিউডের জনপ্রিয়, প্রথম সারির নায়িকাদের মধ্যে ছিলেন প্রীতি। 'কাল হো না হো', ‘বীরজারা’র মতো বহু সুপার হিট ছবির নায়িকা তিনি। সানি দেওলের সঙ্গেও বেশকিছু ছবিতে কাজ করেছেন প্রীতি। The Hero: Love Story of a Spy-ছিল সানি ও প্রীতি জুটির অন্যতম হিট ছবি। এছাড়াও রয়েছে ‘ফরজ’ এবং ভাইয়াজি। 'ইন্ডিয়া টুডে'-এর এক্সক্লুসিভ প্রতিবেদন অনুসারে এবার সেই প্রীতি জিন্টা তাঁর দীর্ঘ অবসর ভেঙে পর্দায় ফিরছেন। আর সেটা আমির খান প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ ছবির হাত ধরে। আর বুধবার তারই লুক টেস্টে গিয়েছিলেন প্রীতি। ওইদিন প্যাস্টেল গোলাপী সালোয়ার স্যুটে স্টুডিও থেকে বের হতে দেখা যায় প্রীতিকে।
এর আগে সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ ছবিতে কাজের বিষয়ে মুখ খুলেছিলেন সানি দেওল। করণ জোহরের 'কফি উইথ করণ'-এ এসে সানি বলেন, 'আমির খান গদর 2-এর সাকসেস পার্টিতে এসেছিলেন। তখনই উনি আমার কাছে এসে বলেন যে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। আমি অবাক হয়ে নিজেই নিজেকে জিগ্গেস করি, কী ঘটতে চলেছে! পরের দিনই আমরা দেখা করি, আমরা একসঙ্গে বেশকিছু কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা করি। আর শেষপর্যন্ত এই প্রকল্পে (লাহোর ১৯৪৭) কাজের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, ২০২৩-এ প্রীতি জিন্টা অভিনীত ‘কাল হো না হো’ ছবিটি ২০ বছর পূর্ণ করেছে ৷ এই ছবি ২০ বছর পূর্তি উপলক্ষ্যে বেশকিছু কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন প্রীতি। এই ছবিকে সবচেয়ে ‘দুঃখের সুখী চলচ্চিত্র’ বলে উল্লেখ করেছিলেন প্রীতি। এদিকে বহু বছর পর প্রীতি জিন্টার ফেরার খবর ও প্রীতি-সানি জুটির ফেরার খবরে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা।