বাংলা নিউজ > বায়োস্কোপ > Preity Zinta: যমজ সন্তানের সঙ্গে আদুরে ছবি পোস্ট 'মা' প্রীতির, শিশু দিবসের শুভেচ্ছায় কী লিখলে

Preity Zinta: যমজ সন্তানের সঙ্গে আদুরে ছবি পোস্ট 'মা' প্রীতির, শিশু দিবসের শুভেচ্ছায় কী লিখলে

শিশু দিবসের শুভেচ্ছায় কী লিখলেন প্রীতি

Preity Zinta: প্রীতি জিন্টা তাঁর দুই যমজ সন্তান জয় এবং জিয়ার সঙ্গে ছবি ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। শিশু দিবস উপলক্ষ্যে কী লিখলেন তিনি?

শিশু দিবস উপলক্ষ্যে ইনস্টাগ্রামে তাঁর দুই সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন প্রীতি জিন্টা। প্রীতি জিন্টার যমজ সন্তানদের নাম জয় এবং জিয়া। তিনি শিশু দিবস উপলক্ষ্যে একটি সুন্দর মেসেজ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সম্প্রতি তিনি তাঁর সন্তানদের প্রথম জন্মদিন উদযাপন করলেন।

যে ছবিটি প্রীতি জিন্টা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে প্রীতি তাঁর দুই সন্তান, জয় এবং জিয়াকে জড়িয়ে ধরে আছেন। প্রীতির চুল খোলা এবং তিনি হাসছেন। একজনকে তিনি জড়িয়ে ধরে আছেন, আরেকজনের মাথায় হাত দিয়ে রেখেছেন এই ছবিতে। ছবিতে জিয়া একটি ফ্লোরাল প্রিন্টের জামা পরেছিল সঙ্গে একটি ম্যাচিং হেয়ারব্যান্ড। অন্যদিকে জয় পরেছিল চেক প্রিন্টের শার্ট এবং প্যান্ট। তবে এই ছবিতে প্রীতির দুই সন্তানের মুখ দেখা যায়নি।

এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে প্রীতি লেখেন, 'ওদের গা দিয়ে সবসময় বিশুদ্ধতার সুন্দর গন্ধ আসে না, নোংরা হয়ে যাওয়া ডায়পার কিংবা ভিজে যাওয়া কাপড় থাকতে পারে। কিন্তু ওদের আদুরে জড়িয়ে ধরা আর সুন্দর হাসির তুলনা নেই। এটাই মা বাবা হওয়ার আনন্দ।' একই সঙ্গে তিনি সকলকে শিশু দিবসের শুভেচ্ছা জানান। এবং বলেন, 'আশা রাখব আপনারা সকলে সবসময় আপনাদের ভিতরের শিশুটিকে বাঁচিয়ে রাখবেন।' এই পোস্টে তিনি একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন যার মধ্যে ছিল হ্যাপি চিলড্রেন ডে, জয়, জিয়া, ইত্যাদি। এই ছবির সঙ্গে তিনি নমস্তে লন্ডন ছবির মাই দিল গোজ উম গানটিকে জুড়ে দিয়েছিলেন। অভিনেত্রী পত্রলেখা এই ছবিতে হার্ট ইমোজি কমেন্ট করেন।

এই ছবিতে প্রীতির এক ভক্ত লেখেন, 'বাহ, আমার রানি আপনি এই দুনিয়ার সব থেকে ভালো মা। ছোট শিশু দুটি ভীষণ গর্বিত আপনাকে মা হিসেবে পেয়ে। এটা ভীষণ ভালো একটা অনুভূতি।' প্রীতির আরেক অনুরাগী কমেন্ট করেন, 'খুশি বোধহয় এরকমই দেখতে হয়।' তাঁর বহু ভক্ত এই ছবিতে হার্ট কমেন্ট করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে জিন গুডএনাফের সঙ্গে প্রীতির বিয়ে হয়। লস অ্যাঞ্জেলেসে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে এই জুটির যমজ সন্তান হয়। কিছুদিন আগেই তিনি তাঁর সন্তানদের প্রথম জন্মদিন উদযাপন করেন।

বন্ধ করুন