বাংলা নিউজ > বায়োস্কোপ > Preity Zinta: দেখতে দেখতে একবছর বয়স হল যমজ সন্তানের, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট মাম্মি প্রীতির

Preity Zinta: দেখতে দেখতে একবছর বয়স হল যমজ সন্তানের, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট মাম্মি প্রীতির

ছেলেমেয়ের সঙ্গে প্রীতি জিন্টা

Preity Zinta: ‘জীবনে যে সমস্ত ভূমিকা পালন করেছি, মা হওয়ার পর কোনও ভূমিকাই সেগুলির ধারে কাছে আসে না’, যমজ সন্তানের জন্মদিনে পোস্ট প্রীতির। 

দেখতে দেখতে এক বছরে পা দিল অভিনেত্রী প্রীতি জিন্টার যমজ সন্তান। নেটমাধ্যমে ছেলে-মেয়ের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘জীবনে যে সমস্ত ভূমিকা পালন করেছি, মা হওয়ার পর কোনও ভূমিকাই সেগুলির ধারে কাছে আসে না।’

২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং জিয়া-র বাবা-মা হন প্রীতি এবং জেনে গুডেনাফ। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা। ৪৬ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত প্রীতি। নেটমাধ্যমে ছেলেমেয়ের ছবি পোস্ট করলেও তাতে মুখ দেখা যায়নি খুদেদের।

আরও পড়ুন: আচমকা বিপত্তি, বাংলাদেশি অভিনেতা শাকিবের বাড়িতে গভীর রাতে হামলা, কী ঘটেছিল

ছেলেমেয়ে জয় এবং জিয়া-র জন্মদিনে প্রীতির পোস্ট, দেখুন-

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি। জেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানি NLine Energy-তে কর্মরত। বর্তমানে অভিনয় জগত থেকে দূরে অভিনেত্রী, চুটিয়ে সংসার করছেন।

মণিরত্নমের ‘দিল সে’ দিয়ে একটি ছোট চরিত্রে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন প্রীতি। এরপর থেকে তিনি সোলজার, দিল চাহতা হ্যায়, কোই মিল গায়া, কাল হো না হো, বীর-জারা এবং কাভি আলবিদা না কেহনা সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ২০১৩ সালে প্রীতি প্যারিসে ইশক-এর প্রযোজক হয়েছিলেন, যেখানে তিনি অভিনয়ও করেছিলেন। তবে ছবিটি বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি।

২০১৮ সালে ‘ভাইজি সুপারহিট’ দিয়ে বেশ কয়েক বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন প্রীতি জিন্টা। সানি দেওল, আরশাদ ওয়ার্সি, আমিশা প্যাটেল এবং শ্রেয়াস তালপাদেও অভিনয় করেছিলেন এই ছবিতে। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।

তবে বিনোদন জগতের বাইরে খেলার জগতের সঙ্গেও যোগ করেছেন প্রীতির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট দল পাঞ্জাব কিংসের সহ-মালিকানায় রয়েছেন নায়িকা। দক্ষিণ-আফ্রিকান T20 গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি।

বন্ধ করুন