Preity Zinta unknown facts: বলিউড থেকে দূরে মার্কিন মুলুকে স্বামী দুই যমজ সন্তান নিয়ে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। রইল অভিনেত্রী সম্পর্কে অজানা কিছু তথ্য-
1/8গত ৩১ জানুয়ারি ৪৮ বছরে পা রেখেছেন অভিনেত্রী প্রীতি জিন্টা। দিল সে, কাল হো না হো এবং দিল চাহতা হ্যায়-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তাঁর মিষ্টি হাসি, গালের টোলে ফিদা অসংখ্য ভক্তরা।
2/8অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেটের প্রতিও বিশেষ আগ্রহ রয়েছেন প্রীতির। তিনি আইপিএলের রাজস্থান রয়্যালস টিমের সহ-মালকিন।
3/8২০২১ সালের নভেম্বরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান জয় এবং জিয়া-র বাবা-মা হন প্রীতি এবং জেনে গুডেনাফ। এক ছেলে ও এক মেয়ের মা এখন ‘সোলজার’ নায়িকা।
4/8৪৬ বছরের এই অভিনেত্রী ধ্যান-জ্ঞান এখন ছেলে-মেয়েরা। আপতত দুই সন্তানকে সামলাতেই ব্যস্ত প্রীতি।
5/8২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে জেনে গুডেনাফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি। জেনে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জলবিদ্যুৎ কোম্পানি NLine Energy-তে কর্মরত।
6/8মণিরত্নমের ‘দিল সে’ দিয়ে একটি ছোট চরিত্রে অভিনয়ে জগতে আত্মপ্রকাশ করেন প্রীতি। ২০১৩ সালে প্রীতি প্যারিসে ইশক-এর প্রযোজক হয়েছিলেন, যেখানে তিনি অভিনয়ও করেছিলেন। তবে ছবিটি বক্স অফিসে তেমন একটা ব্যবসা করতে পারেনি।
7/8২০১৮ সালে ‘ভাইজি সুপারহিট’ দিয়ে বেশ কয়েক বছর পর বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন প্রীতি জিন্টা। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। বর্তমানে অভিনয় জগত থেকে দূরে, চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী।
8/8তবে বিনোদন জগতের বাইরে খেলার জগতের সঙ্গেও যোগ করেছেন প্রীতির। দক্ষিণ-আফ্রিকান T20 গ্লোবাল লিগ ক্রিকেট দল স্টেলেনবোশ কিংসেরও মালিক তিনি।