বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সস্ত্রীক প্রেম চোপড়া, কেমন আছেন ৮৬ বছরের অভিনেতা?

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সস্ত্রীক প্রেম চোপড়া, কেমন আছেন ৮৬ বছরের অভিনেতা?

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী।

প্রেম চোপড়া ও তাঁর স্ত্রী উমা দু'জনেরই চিকিৎসা চলছে হাসপাতালে। 

বর্ষীয়ান বলিউড অভিনেতা প্রেম চোপড়া আর তাঁর স্ত্রী উমা করোনা আক্রান্ত। ডাক্তার জলিল পার্কারের তত্ত্বাবধানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন তাঁরা। দু'জনকেই চিকিৎসরা প্রয়োজনে দেওয়া হয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এবং তাঁরা দ্রুত সেরে উঠছেন বলেই খবর হাসপাতাল সূত্রে। মনে করা হচ্ছে, দু'-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁদের। 

ডিসেম্বর থেকে একগুচ্ছ তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসছে। আজ সকালেই করোনা পজিটিভ আসার কথা জানান জন আব্রাহাম ও তাঁর স্ত্রী পিয়া। জন সোশ্যাল মিডিয়ায় জানান, দিন কয়েক আগেই তাঁরা এক করোনা সংক্রমিতের সংস্পর্শে আসেন। ওই ব্যক্তি করোনা আক্রান্ত জানানর পরই নিজেদের নিভৃতবাসে নিয়ে যান তাঁরা। তারপর করোনা পরীক্ষা করান। 

দুপুরের দিকে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান বলিউডের পরিচালক-প্রযোজক একতা কাপুর। একতাও সোশ্যাল মিডিয়ায় জানান সব সাবধানতা অবলম্বন করেও তিনি করোনা আক্রান্ত। সাথে তাঁর সংস্পর্শে যাঁরা এসছেন সবাইকে করোনা পরীক্ষা করে নেওয়ারও আবেদন জানান। 

প্রসঙ্গত, এই মুহূর্তে করোনায় ঘরবন্দি অর্জুন কাপুর, অংশুলা কাপুর, রিয়া কাপুর ও করণ বুলানি। তার কিছুদিন আগে করোনা সংক্রমণ ছড়িয়েছিল করণ জোহরের হাউজ পার্টি থেকে। সেবার কোভিড পজিটিভ হয়েছিলেন করিনা কাপুর খান, অমৃতা আরোরা, মাহিপ কাপুর, শানায়া কাপুর, সীমা খানরা।

বায়োস্কোপ খবর

Latest News

শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক… মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা বিষকুম্ভ যোগ তৈরি হয়েছে, অনেকের বাড়বে রাগ! তবু চিন্তা নেই, লাভ হবে কিছু রাশির সারা বিশ্ব আজ পালন করছে শিক্ষক দিবস, ভারতে পালনের ঠিক এক মাস পরেই কেন আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধরা দিলেন একই ফ্রেমে! আজ আসছেন কলকাতায়, তার আগে লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের ডোপিংকাণ্ডে বড় স্বস্তি পোগবার! কমল নির্বাসন!মার্চ মাসেই মাঠে ফিরবেন ফরাসি তারকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.