ধনকুবের মুকেশ ও নীতা আম্বানির বড় নাতি পৃথ্বী আম্বানির ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কাকা অনন্তর বিয়েতে আম্বানিদের বড় নাতির দুষ্টুমির নানা মুহূর্ত রীতিমতো চর্চায় সকলের মধ্যে। আকাশ আম্বানি ফ্যানক্লাবের তরফ থেকে এবার এরকমই একটা মুহূর্ত এল সামনে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে মায়ের শাল নিয়ে হঠাৎই দৌড় লাগায় পৃথ্বী। পিছনে একটু ছুটে যায় আকাশও ছেলেকে ধরতে। এদিকে মঞ্চে তখন চলছে লাইভ পারফরমেন্স। বিয়েতে আগত অতিথিদের নজর ছিল ওদিকেই। তাই আর ছেলের পিছনে ছুট লাগাতে পারেননি আকাশ। দাঁড়িয়ে যান।
আরও পড়ুন: কর্মচারীকে জুতো মারার জন্য দুবাইতে আটক, ‘গুজব’ বলে সত্যিকে অস্বীকার করছেন রাহাত?
এই ভিডিয়োতে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘দেখে ভালো লাগছে যে বড়লোক হলেও আম্বানিরা তাঁদের বাড়ির সন্তানের উপর কোনও অতিরিক্ত শৃঙ্খলা বা বিধি-নিষেধ আরোপ করেনি। বরং বাচ্চাটাকে মন খুলে খেলা করতে দিচ্ছে।’ দ্বিতীয়জন লেখেন, ‘গোটা বিয়ের অনুষ্ঠানে বাচ্চাটাকে দেখলাম ছুটোছুটি করে বেড়াচ্ছে। কী দুষ্টু।’ তৃতীয় জন লেখেন, ‘এই বাচ্চাটাই এখন আমার প্রিয়। কিউট পৃথ্বী আম্বানি।’
আরও পড়ুন: অনিলের Bigg Boss Ott 3 জনপ্রিয়তায় টপকে গেল সলমনের সিজন ২-কে, টিভিতেও হোস্ট বদল?
২০১৯ সালের মার্চ মাসে বিয়ে করেছিলেন আকাশ ও শ্লোকা আম্বানি। শ্লোকা উদ্যোগপতি ডায়মন্ড মার্চেন্ট রাসেল মেহতার মেয়ে। তবে ছোট থেকেই আকাশ ও শ্লোকা একে-অপরের বন্ধু। আকাশ-শ্লোকা-ইশা পড়াশোনা করেছেন একসঙ্গে। আর ছোটবেলার বন্ধুত্বই পরিণত পেয়েছে প্রেম ও বিয়েতে। এরপর ২০২০ সালের ১০ ডিসেম্বর জন্ম হয় আকাশ ও শ্লোকার প্রথম সন্তান পৃথ্বীর। এরপর ২০২৩ সালের জুন মাসে তাঁদের কোলে আসে দ্বিতীয় সন্তান, মেয়ে বেদা।
আরও পড়ুন: 'কাউকে জোর করে আটকে…', অর্পিতায় মজে স্নেহাশিস,যন্ত্রণায় কাতর প্রাক্তন স্ত্রী!
আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে কোনও রূপকথার থেকে কম ছিল না। ২০২২ সালের ডিসেম্বরে হয়েছিল বাগদান। এরপর ২০২৪ সালের মার্চ মাসে প্রথম প্রি ওয়েজিং পার্টি হয় গুজরাটের জামনগরে। জুন মাসে দ্বিতীয় প্রি ওয়েডিংয়ের জন্য আম্বানি পরিবার ব্যাবস্থা করে একটি বিলাসবহুল ক্রুজ পার্টির। যা হয়েছিল ইউরোপে। এরপর বেশকিছু প্রাক বিবাহ নিয়ম-নীতি পালন করার পর ৩ দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান হয়েছিল মুম্বইতে। যাতে এসেছিলেন দেশ-বিদেশের গণ্যমান্য অতিথি, বলিউড তারকা, আম্বানি পরিবার ও রিলায়েন্সের কর্মচারীরা। ছিল খাবারের ঢালাও আয়োজন সকল অতিথিদের জন্য।