সোমবার আম্বানি পরিবারের তরফ থেকে আরও একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিল গোটা পরিবার। এই পার্টির আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল অ্যান্টেলিয়াতে যেসব কর্মীরা কাজ করেন, রিলায়েন্সে কর্মরতেদর বিয়ের দাওয়াত দেওয়া।
সেখানেই বেশ দুষ্টুমি করতে ব্যস্ত ছিল পৃথ্বী। একটা সময় দেখা যায়, মঞ্চে উঠে আগত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখছে গোটা আম্বানি পরিবার। নীতা সকলের সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছেন। এদিকে বড় নাতি নিজের মনে খেলায় ব্যস্ত। তবে ঠাকুমা নাম ধরে ডাকতেই, তড়িঘড়ি স্টেজে আসতে যায়। আর পড়ে যায় পা পিছলে।
আরও পড়ুন: নেকলেসের দাম ৩ লাখ? গা ভরা সোনার গয়নায় শোভনকে বিয়ে করলেন সোহিনী, দেখুন কী কী ছিল নতুন বউয়ের
যদিও এরপর নিজেই উঠে দাঁড়ায় পৃথ্বী। কাকিমা রাধিকা ও মা শ্লোকা সাহায্যের হাত বাড়ালেও, সে একা একাই উঠে যায়। আর তারপর বলে ‘হাই’ ও তারপর ‘জয় শ্রী কৃষ্ণ’।
ভিডিয়োটি দেখুন এখানে:
শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানি পৃথ্বী এবং বেদের বাবা-মা। ২০২০ সালের ডিসেম্বরে পৃথ্বীর জন্ম। অন্য দিকে, চলতি বছরের মে মাসে এক বছরে পা দিয়েছে বেদ। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনের সময় ইউরোপের একটি বিলাসবহুল ক্রুজ শিপে আম্বানি পরিবার তাঁদের কন্যা সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করেছিলেন।
আরও পড়ুন: ‘ভাড়া করা পোশাক-গয়না পরে…’! আম্বানি বিয়েতে টলিউডের রাইমা-নুসরত-রুক্মিণী, কটাক্ষ শ্রীলেখার
মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি গত শুক্রবার এক তারকাখচিত অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন। বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক এবং ভারতীয় ব্যক্তিত্বরা তাদের উপস্থিতি চিহ্নিত করেছিলেন এদিনকে।
আরও পড়ুন: মিমি এত ভালো গান গাইতে পারে! মঞ্চে বোঝে না সে বোঝে না গেয়ে উঠলেন নায়িকা, দেখুন
বিয়ের পরদিন শনিবার রাতে 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানে যোগ দিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায়, আম্বানি পরিবার একটি ‘মঙ্গল উৎসব’ অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে উপস্থিত হয়েছিল টলিউডের বেশকিছু তারকা। যেমন যশ-নুসরত, রিয়া-রাইমা সেন, সুস্মিতা, শাশ্বত।
নিজেদের স্কুল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল মুম্বইতে পড়াশোনা করছেন পৃথ্বী। আপাতত নার্সারির ছাত্র সে। এই একই স্কুলে পড়াশোনা করেন ইশা আম্বানির যমজ ছেলেমেয়েরাও। এর আগে সানফ্লাওয়ার স্কুল ইন মালাবার হিল প্রি স্কুলের ছাত্র ছিল সে।