পৃথ্বী শ, যিনি বর্তমানে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলছেন, তাকে তার গুজব বান্ধবী নিধি তাপাড়িয়ার সঙ্গে পাওয়া গেল ছুটির মেজাজে। নিধি ২৩ সেপ্টেম্বর লন্ডন থেকে একটি ছবি শেয়ার করেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর সেই ছবির ক্যাপশনে লেখা, ‘উইথ বে অ্যান্ড বেস্টি’। লন্ডনের আইকনিক 'দ্য শার্ড' হোটেলে তোলা হয়েছে ছবিখানা।
অনেকদিন ধরেই খবর চলছে নিধি তাপাডিয়ার সঙ্গে ডেট করছেন পৃথ্বী। সোশ্যাল মিডিয়ায় আজকাল একে-অপরকে নিয়ে পোস্ট করতেও দেখা যায়। যদি প্রেম সম্পর্কে শিলমোহর দেননি কেউই।
নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে হওয়ার কথা আইপিএলের নিলাম। ভারতীয় দল থেকে সেই কবেই বাদ পড়েছেন। গত তিন মরসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন পৃথ্বী। তবে কোনো মরশুমেই নিজেকে প্রমাণ করতে পারেননি এই তরুণ ক্রিকেটার। সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়েরা তাঁকে নিয়ে হতাশাও প্রকাশ করেন একাধিক সময়ে। আইপিএলের পূর্ণ নিলামের আগে ক্রিকেটারদের মধ্যে দল পাওয়া নিয়ে বেশ একটা চাপা উত্তেজনা থাকে। তবে পৃথ্বী কিন্তু রয়েছেন বেশ খোশ মেজাজেই। এমনকী, কাউন্টি ক্রিকেটেও ফর্ম হারিয়েছেন পৃথ্বী। এখনও পর্যন্ত লাল বলের ন’টি ম্যাচ খেলে করেছেন ১৬৪ রান।হতাশ নটিংহ্যামশায়ার কর্তৃপক্ষও। তবে তাতে বাধা আসেনি প্রেমে।
লন্ডনের রাস্তায় একসঙ্গে দেখতে পাওয়া যায় পৃথ্বীও নিধিকে। কয়েকদিন আগে তো ঘটা করে সোশ্যাল মিডিয়ায় চর্চিত প্রেমিককে জন্মদিনের শুভেচ্ছাও জানান পৃথ্বী।
নিধি তাপাড়িয়া কে?
অভিনেত্রীর জন্মদিনে পৃথ্বী সোশ্যাল মিডিয়ায় একত্রে ছবি দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি।’ গত বছর ভ্যালেন্টাইন্স ডে-তে নিধিকে ট্যাগ করে স্টোরিও দিয়েছিলেন পৃথ্বী। সেই পোস্টের ক্যাপশনে আবার লেখা ছিল, 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়াইফি'। বেশ কিছু আঞ্চলিক সিনেমা এবং মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে নিধি তাপাড়িয়াকে। সোশ্যাল মিডিয়ায় প্রায় ২ লাখের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে নিধির। মাঝে দেখা গিয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে তাঁরা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। যা নিয়ে রটে বিচ্ছেদের জল্পনা। তবে নিধির নতুন পোস্ট বলছে, সব মিটিয়ে নিয়ে এক হয়েছেন এই লাভ বার্ডস।
এর আগে ২০২৩এর প্রথম দিকে ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। স্বপ্না গিল সেই সময় নিগ্রহ ও শারীরিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে।