আজ মালায়ালাম সিনেমার একটি বড় নাম পৃথ্বীরাজ সুকুমারন। তবে শুধু মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নয়, সারা ভারতবর্ষ জুড়ে অভিনেতার খ্যাতি রয়েছে। তবে এই সমস্ত খ্যাতি নাকি শুধুই তাঁর বাবার জন্য। সম্প্রতি নিজেকে নেপো কিড বলে দাবি জানান অভিনেতা।
সম্প্রতি L2: Empuraan সিনেমার প্রচারে নিজের কেরিয়ার এবং স্বজনপোষণ নিয়ে কথা বলতে গিয়ে পৃথ্বীরাজ বলেন, ‘আমি আমার প্রথম ছবিটা পেয়েছি শুধুমাত্র আমার পদবীর কারণে। আমার বাবার পদবী না থাকলে এই জায়গায় হয়তো এত সহজে আমি আসতে পারতাম না। নিঃসন্দেহে আমি একজন নেপো কিড। তবে মানুষের মনে জায়গা করার পেছনে রয়েছে শুধুই আমার পরিশ্রম।’
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্যারেন্ট’ মনে করেন রাশা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অন্ধকার দিক তুলে ধরলেন অবনীত?
প্রসঙ্গত, পৃথ্বীরাজ সুকুমারনের বাবা প্রয়াত অভিনেতা সুকুমারন ছিলেন মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় তারকা। ৭০ থেকে ৮০ দশকের মধ্যে বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে এ কথাও সত্যি, সুকুমারন মারা যাওয়ার কিছু বছর পরে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন পৃথ্বীরাজ। তবে বাবা না থাকলেও বাবার পদবী যে তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সাহায্য করেছিল, তা নিয়ে অকপট অভিনেতা।
উল্লেখ্য, পৃথ্বীরাজ ছাড়াও আমির খানের দিদি নিখাতকে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। L2: Empuraan সিনেমার প্রচারে এসে সিনেমার পরিচালক বলেন, তিনি নাকি জানতেন না নিখাত আমির খানের দিদি। পরে পরিচয় জানতে পেরে তিনি রীতিমতো অবাক হয়ে যান। আমির খানের সঙ্গে কথা বলেন এবং নিখাতের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন।
আরও পড়ুন: আবার মা হচ্ছেন আলিয়া? রণবীরের কোন কাজে ইঙ্গিত মিলল?
আরও পড়ুন: 'শরীর খারাপ হলেই নাটক...', স্ত্রীর অসুস্থতা নিয়ে এ কী বললেন নাগা!
বলে রাখা ভালো, খরচের দিক L2: Empuraan থেকে সবথেকে বড় মালায়ালাম সিনেমা হতে চলেছে এই সিনেমাটি। শুক্রবার অগ্রিম বুকিং শুরু হওয়ার প্রথম এক ঘন্টায় প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায় যা ভারতীয় সিনেমায় আগে কখনও হয়নি। শুক্রবার মোট টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি টাকার।
সবথেকে বড় কথা, কেরালার বাইরে এখনও অগ্রিম বুকিং শুরু হয়নি। গোটা ভারতে অগ্রিম বুকিং শুরু হলে এই অর্থের অঙ্ক যে আরও কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। আগামী ২৭ মার্চ সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায়।