প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের সংসার বড় হতে চলেছে। আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। আর সেই কথা তাঁরা আগেই ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই অভিনেত্রীর সাধও হয়ে গিয়েছে। এখন কেবল নতুন অতিথির জন্য দিন থুড়ি মুহূর্ত গোনার অপেক্ষা? অভিনেত্রী এদিন হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছেন, তবে কি সময় ডেলিভারির আসন্ন।
আরও পড়ুন: মৃত্যুর পরেও ধনঞ্জয়ের ফাঁসির জন্য বুদ্ধদেবকেই দুষলেন কবীর সুমন! লিখলেন, 'খুব মনে পড়ছে আপনাকে...'
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
প্রীতির নতুন পোস্ট
প্রীতি বিশ্বাস এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে কমলা রঙের একটি ড্রেস পরে তিনি রিল বানাচ্ছেন। নাচছেন, হাসছেন। ভিডিয়োর উপরে লেখা 'সকালে রিল বানিয়ে চিকিৎসকের কাছে চেকআপের জন্য যাচ্ছিলাম।' তারপরই ভিডিয়োর পরের ভাগে দেখা গেল তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। তাঁকে তাঁর মা আদর করছেন। আর ভিডিয়োর উপর লেখা, 'আর হাসপাতালে ভর্তি হয়ে গেলাম।' তবে না, এখনই রাহুল, প্রীতির সন্তান আসছে না। চেকআপের জন্যই ভর্তি হয়েছিলেন তিনি। আগামী সেপ্টেম্বরে জন্ম নেবে তাঁদের সন্তান।
ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে আর কিছুদিনের অপেক্ষা তাঁদের প্রথম সন্তান আসার। প্রসঙ্গত প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদার দুজনেই ছোট পর্দার অতি চেনা মুখ। রাহুল মজুমদারকে শেষবার স্টার জলসার জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেলে দেখা গিয়েছিল।
কে কী বলছেন?
এদিন প্রীতি এই ভিডিয়ো পোস্ট করতেই সকলে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শনা বণিক একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। আরেক অনুরাগী লেখেন, 'কোল আলো করে গোপাল আসুক।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'সব ভালো হবে। নিশ্চিন্তে থাকুন।'