গত বছরই ভূমিষ্ট হয়েছে রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাসের মেয়ে আয়রা। সেই একরত্তি বর্তমানে হাসপাতালে ভর্তি, অসুস্থ। কিন্তু কী হয়েছে তার? কী জানালেন অভিনেত্রী?
কী ঘটেছে?
এদিন প্রীতি বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানেই তিনি জানান যে তাঁদের মেয়ে আয়রা খুবই অসুস্থ। সে হাসপাতালে ভর্তি। অভিনেত্রীর পোস্ট থেকেই জানা যায় সেই একরত্তির জ্বর হয়েছে।
এদিন মেয়ের স্বাস্থ্যের আপডেট দিয়ে প্রীতি লেখেন, 'আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়।' তিনি এদিন একই সঙ্গে তাঁর অনুরাগীদের মেয়ের জন্য প্রার্থনা করতে বলে লেখেন, 'তোমরা সবাই ওকে খুব ভালোবাসো তাই জানালাম। এখন আয়রা গের থেকে অনেক ভালো আছে।'
কে কী বলছেন?
অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই ছোট্ট আয়রা দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ঠাকুরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, চিন্তা করো না।' আরেকজন লেখেন, 'আমার গুরু মহারাজ জির কাছে ওর সুস্থতা প্রার্থনা করি। বাচ্চা মানুষ ।কি কষ্ট হয় ওদের। সুস্থ করে দাও তাড়াতাড়ি , গুরু মহারাজ।' তৃতীয় জন লেখেন, 'ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।'
প্রসঙ্গত ২০২৪ সালের আগস্ট মাসে জন্ম হয় রাহুল প্রীতির মেয়ের। নভেম্বর মাসে তাঁরা আয়রা মুখ দেখান এবং একই সঙ্গে তার নাম ঘোষণা করেন। গত মার্চ মাসে ছিল রাহুল-প্রীতির মেয়ের মুখেভাতের অনুষ্ঠান। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘রং-রুট’-এর সেটে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতি বিশ্বাসের। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেমের শুরু। ২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।